পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরাণ্ডিতে বিজেপি কর্মীদের মারধর ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে - তৃণমূল

আরামবাগের আরাণ্ডিতে বিজেপি কর্মীদের মারধর ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ।

bjp complaints against tmc
bjp complaints against tmc

By

Published : May 3, 2021, 10:31 PM IST

আরামবাগ , 3মে : ভোট গণনার পরও অশান্ত আরামবাগ । দফায় দফায় মিলছে সেখানে রাজনৈতিক উত্তেজনার খবর ৷ এবার উত্তেজনা ছড়াল আরামবাগের আরাণ্ডিতে ৷

বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে তাদের কর্মীদের ৷ এমনকি, বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

আরামবাগে উত্তেজনা

খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশ আসতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ৷

আরও পড়ুন :ফল প্রকাশের পর ফোন করেননি প্রধানমন্ত্রী, জানালেন মমতা

বিজেপি সমর্থকদের দাবি , তাঁরা তৃণমূল না করার জন্যই তাঁদের উপর হামলা করেছে শাসকদল ৷ বেধড়ক মারধর করা হয়েছে ৷ এমনকি এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ তুলেছেন বিজেপি।

আপাতত গোটা এলাকা থমথমে ৷ পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details