টিটাগড়, 14 ফেব্রুয়ারি : সমুদ্র গবেষণার জন্য টিটাগড়ে নির্মিত জাহাজ NIOT (ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওসেন টেকনোলজি)-র হাতে তুলে দেওয়া হল আজ ৷
অন্বেষিকা তুলে দেওয়া হল NIOT-র হাতে - উত্তর 24 পরগণা
টিটাগড় ওয়াগনস লিমিটেডের পক্ষ থেকে আজ সমুদ্র গবেষণার জন্য নির্মিত জাহাজটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধিকর্তা ডক্টর এম এ আত্মানন্দের উপস্থিতিতে NIOT-র হাতে তুলে দেওয়া হল।
কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে সাগর অন্বেষিকা নামে জাহাজটি নির্মাণে খরচ পড়েছে 50 কোটি টাকা । টিটাগড় ওয়াগনস লিমিটেডের পক্ষ থেকে আজ জাহাজটি NIOT-র অধিকর্তা ডক্টর এম এ আত্মানন্দের উপস্থিতিতে NIOT-র হাতে তুলে দেওয়া হয় ।
ওই সংস্থার প্রকল্প আধিকারিক ডক্টর ডি রাজশেখর বলেন, মূলত সমুদ্র উপকূলে জলের গভীরতা মাপা, জলবায়ুর পরিবর্তন সহ একাধিক গবেষণা মূলক বিষয়ে 100 কোটি টাকা ব্যয়ে দুটি জাহাজ তৈরির জন্য টিটাগড় ওয়াগনসকে বরাত দেওয়া হয়েছিল । যার প্রথমটি সাগর তারা এবং দ্বিতীয়টি সাগর অন্বেষিকা । দুটি জাহাজই তাঁরা নিজেদের অধীনে নিয়েছেন ।