ডায়মন্ড হারবার, 28 এপ্রিল:আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় গ্রেফতার দমকলের আধিকারিক দেবাশিস হালদার ৷ তিনি বনগাঁয় দমকলের ওসি পদের দায়িত্বে ছিলেন ৷ বৃহস্পতিবার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা গ্রেফতার করেন তাঁকে ৷ গ্রেফতার হওয়া আধিকারিক দেবাশিস হালদারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে (Arrest Bongaon Fire Brigade Station Oc ) ৷
বিশেষ সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বুধবার বনগাঁ শাখার দমকলের ওসি দেবাশিস হালদারকে কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন রাজ্য দুর্নীতি শাখার আধিকারিকরা ৷ সম্পতি-সহ বেশ কিছু বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে ৷ তারপরেই বৃহস্পতিবার দেবাশিস হালদারকে গ্রেফতার করে পুলিশ ৷ সেইসঙ্গে অভিযুক্ত ওসি (দমকল)র ডায়মন্ডহারবারের কোয়ার্টারে তল্লাশি চালানো হয় ৷ এখানেই থাকেন দেবাশিসবাবুর স্ত্রী-কন্যা ৷ সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে ৷ তা খতিয়ে দেখছে পুলিশ ৷