ব্যারাকপুর, 24 মে : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে পুলিশের জালে আরও এক দুষ্কৃতী । ধৃতের নাম রাহুল বর্মা । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কাঁকিনাড়া থেকে পাকড়াও করা হয় ওই দুষ্কৃতীকে (Barrackpore Shooting Incident) । এই ঘটনায় আগেই অভিষেক ঝাঁ নামে এক দুষ্কৃতী ধরা পড়েছিল পুলিশের হাতে । এবার আরও এক দুষ্কৃতী ধরা পড়ায় ব্যারাকপুর গুলিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই । তবে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তরা এখনও অধরা বলেই জানা গিয়েছে ।
তদন্তকারীদের সন্দেহ, মূল অভিযুক্তরা ভিনরাজ্যে আত্মগোপন করে থাকতে পারে । সেজন্য পুলিশের একটি দলও তৈরি রাখা হয়েছে ভিনরাজ্যে পাড়ি দেওয়ার জন্য । তার আগে অবশ্য মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে বিষয়টি নিশ্চিত হতে চাইছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ । যদিও তদন্তের স্বার্থে এই বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা ।
আরও পড়ুন :Barrackpore Shooting Incident : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে চলল গুলি, আহত 2
বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনার পর থেকেই শুটারদের সন্ধানে হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা । এজন্য পুলিশের টিম বিভিন্ন দলে ভাগ হয়ে ব্যারাকপুর, বারাসত, মধ্যমগ্রাম-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছিল । সেই তল্লাশিতেই আপাতত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করতে সমর্থ হয় তদন্তকারী অফিসারেরা । গুলিকাণ্ডের পর দুষ্কৃতীরা বাইকে চেপে ব্যারাকপুরের দিক থেকে বারাসতের দিকে পালিয়েছিল বলে জানতে পারে পুলিশ । বিরিয়ানির দোকান এবং তার আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছিল । সেই কারণে শুটারদের হদিশ পেতে প্রথম থেকেই তদন্ত প্রক্রিয়ায় কোনও খামতি রাখা হচ্ছিল না পুলিশের তরফ থেকে ।