ব্যারাকপুর, 27 মে : অনুমানই সত্যি হল ৷ ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে এক শুটারকে শেষে ধরা হল ভিনরাজ্য থেকেই (Barrackpore Shooting Incident) । পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদ পুলিশের সহযোগিতায় সেখানকার একটি গোপন আস্তানা থেকে সোনু রাজভড় নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা । ট্রানজিট রিমান্ডে ধৃতকে শুক্রবার নিয়ে আসা হবে ব্যারাকপুরে । এরপর তাকে নিজেদের হেফাজতে নিতে শুক্রবারই ধৃত দুষ্কৃতীকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশের তরফে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ 16 মে ডি বাপি নামে ওই বিরিয়ানির দোকান লক্ষ্য করে যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল তাদেরই একজন সোনু । সেদিন বাইকের পিছনে বসে গুলি চালাতে দেখা গিয়েছিল তাকে । বিরিয়ানির দোকান ও তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা । ঘটনার পরপরই তিন শুটারের হদিশ পেতে হন্যে হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা । কিন্তু কিছুতেই তাদের নাগাল পাওয়া সম্ভব হচ্ছিল না ।
আরও পড়ুন :Barrackpore Shooting Incident : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে গ্রেফতার এক
পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং মোবাইলের সূত্র ধরে তদন্তকারীদের ধারণা হয়, ভিনরাজ্যে গা-ঢাকা দিয়ে রয়েছেন শুটাররা । সেই ধারণা আরও পোক্ত হয়েছে গুলিকাণ্ডের মাস্টারমাইন্ড মণীশ শুক্লা খুনের জেলবন্দি আসামি সুজিত রায়কে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করায় । তাকে জিজ্ঞাসাবাদ করেই শুটার সোনু রাজভড়ের হায়দরাবাদে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা । এরপরই তদন্তকারীরা যোগাযোগ করেন হায়দরাবাদ পুলিশের সঙ্গে । তাঁদের সহযোগিতায় বৃহস্পতিবার হায়দরাবাদের একটি আস্তানা থেকে পাকড়াও করা হয় সোনুকে । তবে, বাকি দুই শুটারের সন্ধান মেলেনি সেখানে । তাদের ধরতে এই শুটারকে নিজেদের হেফাজতে নিতে চাইছে তদন্তকারী অফিসারেরা ।
পুলিশ সূত্রে খবর, নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার মাস্টারমাইন্ড সুজিত রায়ের সঙ্গে সোনুকে মুখোমুখি বসিয়ে বিরিয়ানির দোকানের গুলিকাণ্ডের জাল গোটাতে চাইছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা । প্রয়োজনে ধৃত আরও দুই দুষ্কৃতী অভিষেক ঝাঁ এবং রাহুল বর্মাকে মুখোমুখি বসিয়ে জেরা করার চিন্তাভাবনাও রয়েছে তাঁদের । ইতিমধ্যে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনার রহস্য অনেকটাই স্পষ্ট হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাদের কাছে । তদন্তকারীরা জানতে পেরেছেন, জেলে বসেই এই হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল ।
আরও পড়ুন :চব্বিশ ঘণ্টা পরেও ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডের কিনারা করতে পারল না পুলিশ
হামলার মাস্টারমাইন্ড বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের জেলবন্দি আসামি সুজিত রায় । দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার পর তদন্তকারীরা জানতে পেরেছেন তোলা চেয়ে বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে হুমকি এবং অশ্লীল মেসেজ পাঠিয়েছিল সুজিতই । তোলার টাকা না পেয়েই শাগরেদদের দিয়ে হামলা চালানোর ছক কষে সে । সেই তথ্য প্রমাণ পেয়ে ইতিমধ্যে তাকে গ্রেফতারও করা হয়েছে । যদিও, এই সমস্ত বিষয় নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কর্তারা ।