পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অশোকনগরে তৈরি হবে মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদনের প্লান্ট - অক্সিজেন প্ল্যান্ট

অশোকনগরে সেফহোম তৈরি, করোনা হাসপাতালে বেড সংখ্যা বাড়ানো ও অক্সিজেন প্ল্যান্ট বসানোর মত বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে ।

অশোকনগরে তৈরি হবে মিনিটে ৫০০ লিটার তৈরির অক্সিজেন প্লান্ট
অশোকনগরে তৈরি হবে মিনিটে ৫০০ লিটার তৈরির অক্সিজেন প্লান্ট

By

Published : May 8, 2021, 10:15 AM IST

অশোকনগর, 8মে : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । করোনায় উদ্বেগ বাড়ছে উত্তর 24 পরগনায় । জেলার পাশাপাশি অশোকনগরে করোনা পরিস্থিতি উদ্বেগজনক । রোজই আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান । শুক্রবার পর্যন্ত অশোকনগরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 জনের । শতাধিক করোনা আক্রান্ত । অশোকনগর করোনা হাসপাতালে ফাঁকা নেই বেড । এই পরিস্থিতিতে শুক্রবার দুপুরে জরুরি ভিত্তিতে হাবড়া এসে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করলেন জেলাশাসক সুমিত গুপ্তা । বৈঠকে ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা ও অশোকনগরে বিধায়ক, অশোকনগর পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা ।

পুরসভার সূত্রে জানা গিয়েছে, অশোকনগরে সেফহোম তৈরি, করোনা হাসপাতালে বেড সংখ্যা বাড়ানো ও অক্সিজেন প্ল্যান্ট বসানোর মত বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে । যেকোনও প্রয়োজনে মানুষ সেখানে ফোন করতে পারবেন । যেসব করোনা আক্রান্তদের বাড়িতে চিকিৎসা হবে তাদের বিনামূল্যে পৌরসভার পক্ষ থেকে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে ।

অশোকনগরে তৈরি হবে মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদনের প্লান্ট

বৈঠক শেষে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, "অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে প্রতি মিনিটে 500 লিটার অক্সিজেন তৈরি প্লান্ট বসানো হবে । দু-একদিনের মধ্যে তার কাজ শুরু হয়ে যাবে । অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় 100 বেডের সেফহোম তৈরির এবং অশোকনগর করোনা হাসপাতালে বেড সংখ্যা বাড়ানো বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"

অশোকনগরে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "অক্সিজেন প্ল্যান্টের কাজ দু-একদিনের মধ্যে শুরু হয়ে যাবে । তৈরি হতে 15 দিনের মত সময় লাগবে । এই সময়ে বিনামূল্যে অক্সিজেনের যোগান দেবে পুরসভা । অশোকনগর করোনা হাসপাতালে এতদিন 80 বেডের ছিল । সেখানে আরও 70টা বেড বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে ।’’

আরও পড়ুন :10 দিন নিখোঁজ থাকার পর বিলের জলাশয়ে মৎসজীবীর দেহ

জেলায় করোনা লাফিয়ে বাড়লেও এখন এক অংশের মানুষের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে না । প্রশাসনের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অশোকনগরের গোলবাজার, কচুয়া বাজার সহ বেশ কয়েকটি বাজার 12 টার পরেও খোলা ছিল । অনেকেই মাস্ক ছাড়া বাজার ঘাটে বের হচ্ছেন । এমনও দেখা যাচ্ছে মাস্ক থাকলেও তা থুতনির নিচে নামানো । চায়ের দোকান, পাড়ার মোড়ে, খেলার মাঠে মানুষ জমায়েত করে চলছে আড্ডা ।

ABOUT THE AUTHOR

...view details