রাজারহাট, 4 নভেম্বর: রাজারহাটে বিলাসবহুল আবাসনে পরিচারিকার কাজ করতে গিয়ে নির্মম অত্যাচারের শিকার বৃদ্ধা । অভিযোগ, যে বাড়িতে কাজ করতেন ওই বৃদ্ধা সেই বাড়ির কর্তা ও তার স্ত্রী মিলে অত্যাচার চালাত ওই বৃদ্ধার উপর ৷ মারধর করা হত তাঁকে ৷ দেওয়া হত গরম কড়াই, খুন্তির ছ্যাঁকাও ৷ ওই আবাসনের বাসিন্দা রোহিত সরকার ও তার স্ত্রী'র বিরুদ্ধে এই অমানবিক কাজের অভিযোগ উঠেছে ৷ শনিবার ওই বৃদ্ধার পরিবারের সদস্যরা ওই এলাকায় গিয়ে অভিযুক্তকে মারধর করে। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ।
ঘটনাটি ঘটেছে রাজারহাট থানা এলাকার রায়গাছি বটতলার এক বিলাসবহুল আবাসনে। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা প্রিয়ারানি সরকারের অভিযোগ, দু'মাস আগে রোহিত সরকারের বাড়িতে কাজে আসেন তিনি । রান্না-সহ এই পরিবারের সব কাজ করতেন তিনি। সকাল ছ'টা থেকে রাত দেড়টা-দু'টো পর্যন্ত কাজ করানো হতো তাঁকে। বিশ্রাম নিতে দেওয়া তো হতোই না, তার উপর জুটত মারধর ৷