পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Torture on Old Lady: বৃদ্ধা পরিচারিকার উপর নির্মম অত্যাচারের অভিযোগ দম্পতির বিরুদ্ধে - Torture on Old Lady

রাজারহাটে বিলাসবহুল আবাসনে এক বৃদ্ধা পরিচারিকার উপর দিনের পর দিন ধরে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে ৷ পুলিশে দায়ের হয়েছে অভিযোগ ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 8:39 PM IST

বৃদ্ধা পরিচারিকার উপর নির্মম অত্যাচারের অভিযোগ দম্পতির বিরুদ্ধে

রাজারহাট, 4 নভেম্বর: রাজারহাটে বিলাসবহুল আবাসনে পরিচারিকার কাজ করতে গিয়ে নির্মম অত্যাচারের শিকার বৃদ্ধা । অভিযোগ, যে বাড়িতে কাজ করতেন ওই বৃদ্ধা সেই বাড়ির কর্তা ও তার স্ত্রী মিলে অত্যাচার চালাত ওই বৃদ্ধার উপর ৷ মারধর করা হত তাঁকে ৷ দেওয়া হত গরম কড়াই, খুন্তির ছ্যাঁকাও ৷ ওই আবাসনের বাসিন্দা রোহিত সরকার ও তার স্ত্রী'র বিরুদ্ধে এই অমানবিক কাজের অভিযোগ উঠেছে ৷ শনিবার ওই বৃদ্ধার পরিবারের সদস্যরা ওই এলাকায় গিয়ে অভিযুক্তকে মারধর করে। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ।

ঘটনাটি ঘটেছে রাজারহাট থানা এলাকার রায়গাছি বটতলার এক বিলাসবহুল আবাসনে। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা প্রিয়ারানি সরকারের অভিযোগ, দু'মাস আগে রোহিত সরকারের বাড়িতে কাজে আসেন তিনি । রান্না-সহ এই পরিবারের সব কাজ করতেন তিনি। সকাল ছ'টা থেকে রাত দেড়টা-দু'টো পর্যন্ত কাজ করানো হতো তাঁকে। বিশ্রাম নিতে দেওয়া তো হতোই না, তার উপর জুটত মারধর ৷

আরো পড়ুন: দুষ্টুমি কমাতে সাধুর পরামর্শে ছেলেকে দামোদরের পাড়ে রেখে গ্রেফতার বাবা-মা ও দাদু

অভিযুক্ত রোহিত সরকার ও তার স্ত্রী সাহানা সরকার দুজনেই এই মারধর চালাতো । নিগৃহীতা বৃদ্ধার অভিযোগ, দুই হাত দিয়ে মারা হতো তাঁকে, লাঠি দিয়ে মারতো। এছাড়াও, লাথি মারা হত, বুকের উপর দাঁড়িয়েও অত্যাচার করা হয়েছে ৷ গরম হাতা দিয়েও গায়ে ছ্যাঁকা দেওয়া হতো ৷ বৃদ্ধার কথায়, "বাড়ির লোকের সঙ্গেও কথা বলতে দেওয়া হতো না। উলটে ফোন নিয়ে নিয়েছিল । আমি ভালো আছি বলে জোর করে বলাতো, আবার সেটা ভিডিও করে কোথায় একটা পাঠাতো ৷ আমি পাঁচদিন পরে আবার ফিরে আসব বলে বাড়ি থেকে বের হই । তারপর বাড়ির লোককে জানাই। দু'মাসের টাকা দেয়নি ওরা এবং গয়নাও নিয়ে নিয়েছে ওরা । আবার ভিডিয়ো করে রেখেছে ৷" বৃদ্ধার ছেলে রবীন্দ্রনাথ সরকারের অভিযোগ, তাঁর মায়ের গয়না নিয়ে নিয়েছে ওই দম্পতি ৷

ABOUT THE AUTHOR

...view details