বনগাঁ, 19 জুন : করোনার পাশাপাশি ডেঙ্গি নিয়ে তৎপর প্রশাসন ৷ তাই ডেঙ্গি থেকে মোকাবিলা করার জন্য উত্তর ২৪ পরগণার অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল ভট্টাচার্য ও জেলা স্বাস্থ্য আধিকারিক তাপস কুমার রায়ের উপস্থিতিতে শুক্রবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে এক প্রশাসনিক বৈঠক হয় । গতকাল এই বৈঠকে ছিলেন বনগাঁ পৌরসভার প্রশাসক, মহাকুমা পুলিশ আধিকারিক সহ বিভিন্ন প্রশাসনিক কর্তারা ।
বৈঠকে প্রশাসনের কর্তারা জানিয়েছেন, রাজ্যের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় উত্তর 24 পরগনা প্রথম ছিল । বর্তমানে অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা । বনগাঁ মহকুমা হাসপাতালে করোনা রোগীদের জন্য 250টি বেড ও 5টি ভেন্টিলেটর কাজ করছে ৷ জেলার পাশাপাশি বনগাঁ মহকুমায় করোনা রোগীর সংখ্যা অনেক কমেছে ৷ বর্তমানে বনগাঁ হাসপাতালে 24 জন করোনা রোগী রয়েছেন । করোনা আক্রান্তের সংখ্যা আরও দ্রুত কমিয়ে ফেলতে সাধারণ মানুষদের দ্রুত ভ্যাকসিন দেওয়া ও আরও বেশি বেশি করে প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে ।
আরও পড়ুন... Covid Vaccination : বসিরহাটের যৌনপল্লিতে টিকাকরণ শুরু করল স্বাস্থ্য দফতর
পাশাপাশি ডেঙ্গি সচেতনতা নিয়েও বৈঠক হয় এদিন । প্রতি বছর বর্ষায় বনগাঁ মহকুমায় ডেঙ্গি, প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় । এবছর তাই আগে থেকেই সতর্ক প্রশাসন । প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতনতার কাজ শুরু করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ।