পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Shah: বঙ্গ বিজেপিকে শাহী ভোকাল টনিক, মঙ্গলবার দিল্লিতে শুভেন্দু-সুকান্তকে ডাকলেন অমিত - বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

শুক্রবার সন্ধ্যায় বঙ্গ বিজেপির (BJP) সদর দফতর মুরলীধর সেন লেনের অফিসে নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ সেই বৈঠকে বঙ্গ বিজেপিকে ভোকাল টনিক দিয়ে গিয়েছেন শাহ ৷ মঙ্গলবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদারকে (Sunakta Majumdar) ডেকেছেন বৈঠকের জন্য ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Dec 17, 2022, 6:04 PM IST

Updated : Dec 17, 2022, 6:42 PM IST

শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সাংবাদিক বৈঠক

কলকাতা, 17 ডিসেম্বর: পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের (Eastern Zonal Council) বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে বিজেপি (BJP) নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে সরাসরি চলে গিয়েছেন বঙ্গ বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনের অফিসে ৷ সেই বৈঠকের রেশ কাটার আগেই জানা গেল যে আগামী মঙ্গলবার ফের তাঁর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেখানে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও (Sunakta Majumdar) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শনিবার নবান্নে বসেছিল পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের বৈঠক ৷ সেই বৈঠকের জন্যই শুক্রবার কলকাতায় আসেন অমিত শাহ ৷ এসেই তিনি বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ৷ যেখানে প্রয়োজনীয় নির্দেশও দেন নেতাদের ৷ শুভেন্দুর ভাষায়, অমিত শাহ তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে লড়াইয়ে বঙ্গ বিজেপিকে ভোকাল টনিক দিয়ে গিয়েছেন ৷

শনিবারই দিল্লিতে ফিরে যান অমিত শাহ ৷ তার আগে বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা করেন শুভেন্দু-সুকান্তরা ৷ সেই সাক্ষাৎ সেরে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী জানান, আগামী সোমবার বাংলার বিজেপি সাংসদদের নিয়ে দিল্লিতে বিশেষ বৈঠক রয়েছে ৷ সেখানে তিনিও উপস্থিত থাকবেন ৷ তবে অমিত শাহ তাঁকে সোমবারই কলকাতায় না ফেরার কথা বলেছেন ৷

কারণ হিসেবে শুভেন্দু জানিয়েছেন যে মঙ্গলবার অমিত শাহ তাঁকে ডেকেছেন ৷ তাঁর জন্য বরাদ্দ করেছেন 30 মিনিট সময় ৷ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে অফিস রয়েছে, সেখানেই তাঁকে অমিত শাহ দেখা করতে বলেছেন ৷ ওই বৈঠকে সুকান্ত মজুমদারও থাকবেন ৷ শুভেন্দুর দাবি, তিনি সেখানে রাজ্যের নানা বিষয়ে জানাবেন ৷ অমিত শাহও তাঁদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন ৷

সামনেই পঞ্চায়েত নির্বাচন৷ তার আগে বিজেপির সংগঠন নিয়ে কী নির্দেশ দিলেন অমিত শাহ ? নাকি মঙ্গলবার ডেকে দেবেন ? এই নিয়ে অবশ্য সুকান্ত মজুমদারের বক্তব্য, পঞ্চায়েত ভোটে লড়াইয়ের জন্য বঙ্গ বিজেপির নেতারাই যথেষ্ট ৷ মোদি-শাহকে লোকসভায় প্রয়োজন পড়বে ৷ তাঁরা শুধু নিজেদের রণকৌশল শাহকে জানিয়েছেন ৷ প্রয়োজনীয় পরামর্শ নিয়েছেন ৷

এর আগে গত 7 ডিসেম্বর সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহের বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ায় ওই সাক্ষাৎ বাতিল হয়ে যায় ৷ এবার শুভেন্দুকে সঙ্গে নিয়েই সুকান্ত যাবেন অমিত শাহের কাছে ৷ এখন দেখার সেই বৈঠকে দুই নেতার মধ্যে কী আলোচনা হয় !

আরও পড়ুন:বিএসএফের চৌকি গড়া নিয়ে জমিজট কাটাতে মমতা-অমিত একান্ত বৈঠক, দাবি শুভেন্দুর

Last Updated : Dec 17, 2022, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details