হিঙ্গলগঞ্জ, 4 মে: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের আগে জোর তৎপরতা উত্তর 24 পরগনা জেলা প্রশাসনে। শাহী-সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হিঙ্গলগঞ্জে শেষ বেলার প্রস্তুতি তুঙ্গে (Hingalganj ready to receive central home minister Amit Shah) ৷ বসে নেই সীমান্তরক্ষী বাহিনীও ৷ তারাও পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগীতায় যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন। জোরকদমে চলছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাগুলি পরিদর্শন ৷ বুধবার সীমান্তরক্ষী বাহিনীর 85 নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকরা হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার জবি থমাস কে-সহ জেলা পুলিশের অন্যান্য কর্তারা ৷ ঘুরে দেখা হয় হেলিপ্যাডও ৷
এর আগে শেষবার বিধানসভা নির্বাচনের সময় এ রাজ্যে প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে একবছর বাদে এমন সময় তিনি বঙ্গে আসছেন যখন গোষ্ঠীদ্বন্দ্বে ডামাডোল রাজ্য বিজেপি (Amit Shah to embark three day Bengal visit on Thursday) ৷ এমতাবস্থায় বঙ্গ বিজেপির বিদ্রোহ ঠেকাতে অমিত শাহ কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের। যদিও এবারের বঙ্গ সফরে শাহের বেশিরভাগ অনুষ্ঠানই সরকারি অনুষ্ঠান বলে জানা গিয়েছে ৷ মূলত, বিএসএফের সঙ্গে আলোচনা, কুশল বিনিময়, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন, সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।