পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shah on India-Bangladesh Relation: ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, বললেন অমিত শাহ - ভারত ও বাংলাদেশের মধ্যে দৃঢ় সম্পর্ক

মঙ্গলবার উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্তে এক অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেখানে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা বলেন ৷ স্থলবন্দর কর্তৃপক্ষ ও বিএসএফের প্রশংসা করেন ৷

Amit Shah
Amit Shah

By

Published : May 9, 2023, 2:40 PM IST

পেট্রাপোল (উত্তর 24 পরগনা), 8 মে: বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে এই প্রতিবেশী দেশের সম্পর্কের দৃঢ় বন্ধনের প্রসঙ্গ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মঙ্গলবার উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপোল বন্দর থেকে তিনি বললেন, ‘‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না ৷’’

এ দিন পেট্রাপোলে স্থলবন্দর কর্তৃপক্ষ ও বিএসএফের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ভাষণ শুরু করার আগেই তিনি উপস্থিত অতিথিদের ‘ভারত মাতা কি জয়’ বলার আহ্বান জানান ৷ সীমান্তে দাঁড়িয়ে ভারতের নামে জয়ধ্বনিতে জোরগলায় বলা উচিত বলেই তিনি মনে করিয়ে দেন ৷

তার পর ভাষণের শুরুতেই তিনি রবীন্দ্রজয়ন্তীর প্রসঙ্গ তোলেন ৷ রবি ঠাকুরের জন্মদিনে প্রথমে কলকাতায় ও পরে ভারত এবং বাংলাদেশের সীমান্তে আসার সুযোগ সৌভাগ্যের বলেও ব্যাখ্যা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তার পর বলেন, ‘‘কবিগুরু একমাত্র ব্যক্তি, যিনি দুই দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন ৷ বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত তিনিই লিখেছেন ৷’’

এর পর তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করেন ৷ বলেন, ‘‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না ৷ আমাদের সংস্কৃতি, শিল্পকলা, জীবনযাপন একই ৷ ভারত সবসময় বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও মৈত্রীপূর্ণ ভূমিকা পালন করেছে ৷’’

এ দিনের অনুষ্ঠান থেকে স্থলবন্দর কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ ৷ তিনি জানান, ভারতের মৈত্রীর দূত স্থলবন্দর কর্তৃপক্ষ ৷ স্থলসীমায় বড় ভূমিকা নেয় এই সংস্থা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2016 সাল থেকে এই সংস্থাকে নতুন রূপ দিয়ে কাজে গতি দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি ৷

একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘‘মোদিজি ক্ষমতায় আসার আগে স্থলবন্দরগুলির পরিকাঠামো খুব খারাপ ছিল ৷ সীমান্তের গ্রামগুলির অবস্থাও খারাপ ছিল ৷ এখন সেগুলি ক্রমশ উন্নত হচ্ছে ৷ সীমান্তে ভালো পরিকাঠামো থাকা জরুরি ৷ সীমান্তের গ্রামগুলির অবস্থা ও যোগাযোগ ভালো থাকুক এটাই চাই আমরা ৷’’

সীমান্ত সুরক্ষায় বিএসএফের ভূমিকারও প্রশংসা করেন অমিত শাহ ৷ তাঁর কথায়, ‘‘বিএসএফ সীমান্তে থাকলে দেশের স্থলসীমা নিয়ে চিন্তার কোনও কারণ থাকে না ৷’’ এ দিনের অনুষ্ঠান আয়োজনে সহযোহিতা করার জন্য প্রশংসা করেন বাংলার সরকারেও ৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ৷’’ এ দিন পেট্রাপোল সীমান্তের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুর, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন:কবিগুরুর জন্মজয়ন্তীতে জোড়াসাঁকোয় শাহ, রবিঠাকুরের মূর্তিতে মাল্যদান

ABOUT THE AUTHOR

...view details