বনগাঁ, 10 অগাস্ট : হাবরার পর এবার বনগাঁ মহকুমাজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে । ইতিমধ্যে 70 জন ডেঙ্গি আক্রান্ত বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি ।
ডেঙ্গির প্রকোপ বনগাঁয়, হাসপাতালে 70 - 70 জন ডেঙ্গি আক্রান্ত
বনগাঁ মহকুমাজুড়ে ইতিমধ্যে 70 জন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছে । পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট প্রশাসন । হাসপাতাল কর্তৃপক্ষও যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু করেছে । জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে স্কুলে স্কুলে প্রচারও চালানো হচ্ছে ।
বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের জলেশ্বর, ধরমপুর, ঘোজা-তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি । গোপালনগরের পাল্লা এলাকারও বেশ কয়েকজন ভরতি হাসপাতালে । পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট প্রশাসন । হাসপাতাল কর্তৃপক্ষও যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু করেছে । সুপার শংকরপ্রসাদ মাহাত বলেন, "ডেঙ্গি আক্রান্ত বাড়লেও আমরা সচেতন । সবাইকে বেডে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ।"
কিছুদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী প্রশাসনিক আধিকারিকরা । জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে স্কুলে স্কুলে প্রচারও চালানো হচ্ছে ।