বারাসত, 16 জুলাই: রাতের অন্ধকারে গুলি চলল উত্তর 24 পরগনার জনবহুল হৃদয়পুর স্টেশন চত্বরে ৷ শনিবার রাতের ঘটনায় কেউ হতাহত না হলেও, তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনার জেরে আতঙ্কিত রেলযাত্রী থেকে সাধারণ মানুষ সকলে ৷ শনিবার রাত 12টা নাগাদ আচমকাই গুলি চলে হৃদয়পুর স্টেশন চত্বরে ৷ আততায়ীদের নিশানায় ছিলেন বাইক দুর্ঘটনায় আহত এক যুবক ৷ জানা গিয়েছে, আহতকে নিয়ে যাওয়ার জন্য আসা যুবকরাই গুলি চালায় ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি ৷ ঘটনার পর থেকে বেপাত্তা আক্রান্ত যুবকও ৷ পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত্যাধিক গতিতে বাইক নিয়ে এক যুবক আসছিলেন হৃদয়পুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশের রাস্তা দিয়ে ৷ তখন নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাইক থেকে পড়ে যান তিনি ৷ চোট লাগে তাঁর শরীরে ৷ তখন স্থানীয় কয়েকজন সেবা শুশ্রূষা করেন ওই যুবকের ৷ তাঁরাই যুবককে উপদেশ দেন, তিনি যেন পরিচিত কাউকে ডেকে আনেন, তাঁকে নিয়ে যাওয়ার জন্য ৷ ফোন করে দুই যুবককে ডেকেও আনা হয় সেখানে ৷ এর পর তাঁদেরই একজন আগ্নেয়াস্ত্র বের করে হঠাৎই গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ ৷