পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Death Due to Wrong Treatment : গর্ভপাত করাতে এসে অন্তঃসত্ত্বার মৃত্যু, আটক হাতুড়ে চিকিৎসক - Death Due to Wrong Treatment in Deganga

হাতুড়ে চিকিৎসকের কাছে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু অন্তঃসত্ত্বার ৷ ঘটনায় বিক্ষোভ স্থানীয়দের ৷ অভিযুক্ত চিকিৎসককে আটক করল দেগঙ্গা থানার পুলিশ (Death Due to Wrong Treatment in Deganga) ৷

deganga
আটক হাতুড়ে চিকিৎসক

By

Published : Mar 13, 2022, 7:11 PM IST

দেগঙ্গা, 13 মার্চ :"আমরা এখানে ন'মাসের গর্ভবতীদেরও গর্ভপাত করাই ৷ আপনার কোনও চিন্তা নেই ৷ কিচ্ছু হবে না ৷" এক হাতুড়ে চিকিৎসকের এই কথাকে বিশ্বাস করে তিনমাসের অন্তঃসত্ত্বা মেয়েকে হারালেন মা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Death Due to Wrong Treatment in Deganga) ৷ মৃতের নাম রূপালি কাহার (21) ৷

দেগঙ্গার (Deganga News) আমুলিয়া পঞ্চায়েতের সন্ধিপুকুর বাজারে রয়েছে আশরাফ আলি নামে এক হাতুড়ে চিকিৎসকের ডিসপেনসারি ৷ মূলত, অন্তঃসত্ত্বা মহিলারা এখানে চিকিৎসার জন্য আসেন ৷ রবিবার বাদুড়িয়া থেকে মায়ের সঙ্গে এই ডিসপেনসারিতে চিকিৎসার জন্য আসেন রূপালি কাহার ৷ শারীরিক সমস্যা দেখে ডাক্তার আশরাফ পরামর্শ দেয় গর্ভপাত করাতে হবে ৷ ডাক্তারের কথা শুনে মা সরস্বতী মণ্ডল বারবার মেয়ের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা করলে তাঁকে এই বলে আশ্বস্ত করা হয় যে, এখানে ন'মাসের অন্তঃসত্ত্বাদেরও গর্ভপাত করানো হয় ৷ সুতরাং ভয়ের কিছু নেই ৷

আরও পড়ুন :Wrong Treatment in Nadia : ভেঙেছে ডান পা, প্লাস্টার করা হল বাঁ পায়ে ; কাঠগড়ায় জেলা হাসপাতাল

এরপর গর্ভপাত করানোর সময়েই মৃত্যু হয় রূপালির (Allegations of Wrong Treatment in Deganga) ৷ ভুল চিকিৎসায় মৃত্যুর এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে চিকিৎসককে একটি দোকানের মধ্যে আটকে রেখে ডিসপেনসারি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ৷ এর কিছুক্ষণ পর অভিযুক্ত ওই হাতুড়ে চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই চিকিৎসকের কোনও ডিগ্রি ও লাইসেন্স না থাকা সত্ত্বেও সকলের আড়ালে ডিসপেনসারি খুলে অন্তঃসত্ত্বা মহিলাদের চিকিৎসা করত । এমনকি চিকিৎসার জন্য বাইরে থেকে গ্রামীণ চিকিৎসকদেরও নিয়ে আসা হত ৷ পর্যাপ্ত পরিকাঠামো না থাকার ফলেই মৃত্যু হয়েছে ওই অন্তঃসত্ত্বার । অভিযুক্ত চিকিৎসক ও তার সঙ্গীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা ৷

এই বিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আটক চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । প্রয়োজনে গ্রেফতার করা হবে তাকে । সেই সঙ্গে চিকিৎসকের কোনও লাইসেন্স আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।"
আরও পড়ুন :Monkey Doctor : প্রকাশ্যে বুজরুকি, বাঁকুড়ার গ্রামে রোগী দেখছে বাঁদর

ABOUT THE AUTHOR

...view details