দেগঙ্গা, 5 জুন: দরিদ্রসীমার নীচে বসবাসকারী নাগরিকদের জন্য় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু হয়েছিল ৷ এই প্রকল্পে উপভোক্তাদের টাকা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ ৷ স্থানীয় বাসিন্দাদের কথায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম রয়েছে উপভোক্তাদের ৷ অথচ,ঘরের জন্য বরাদ্দ টাকা আটকে রাখা হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে । কারোও থেকে আবার কাটমানি নিয়ে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে । এমন অভিযোগ উত্তর 24 পরগনার দেগঙ্গার ফকিরপাড়া ও বিশ্বাসপাড়ার 22 জন উপভোক্তার । অভিযোগের তির তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধান গফ্ফ আলী মোল্লা ও এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ৷ তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধান (Pradhan Mantri Awas yojana) ৷
এদিকে সরকারি ঘর না মেলায় এখন কোনও রকমে ভাঙা ঘরেই দিন কাটাচ্ছেন উপভোক্তাদের অধিকাংশ । এই প্রসঙ্গেই মোশারফ মোল্লা নামে এক উপভোক্তা বলেন,"ঘর পাইয়ে দেওয়ার নামে প্রথমে আমার থেকে পাঁচ হাজার টাকা চাওয়া হয় । কিন্তু এত টাকা দেওয়ার ক্ষমতা আমার ছিলনা । পরে স্ত্রীর কানের দুল বন্ধক রেখে এক হাজার টাকা তুলে দিয়েছি পঞ্চায়েত সদস্যের হাতে । কিন্তু তারপরও ঘরের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি ।’’