দেগঙ্গা, 3 জুন : রাতারাতি পঞ্চায়েত এলাকা থেকে চার চারটি গাছ কেটে পাচারের অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি আবদুর রজ্জাক ও তাঁর দলবলের বিরুদ্ধে। রজ্জাক আবার স্থানীয় মাদ্রাসার শিক্ষকও। আমফানের তাণ্ডবে উপড়ে যাওয়া গাছই নয়,তার সঙ্গে আরও দুটি গাছ কাটার অভিযোগও উঠেছে মাদ্রাসার ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের খঁড়ুয়া চাঁদপুর এলাকায়।
গাছ কেটে পাচারের অভিযোগ তৃণমূলের নেতার বিরুদ্ধে - তৃণমূল কংগ্রেস
আমফান ঝড়ে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েত এলাকাতেই 30 টির মতো সরকারি গাছ পড়েছে । পঞ্চায়েত এলাকা থেকে চার চারটি গাছ কেটে পাচারের অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি আবদুর রজ্জাক ও তাঁর দলবলের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত করছে ।
অভিযোগ প্রশাসন কিংবা বনদপ্তরের কোনওরকম অনুমতি ছাড়াই বেআইনি এই কাজ করছেন রাজ্জাক । এমনকি, পঞ্চায়েত ও দেগঙ্গা থানার পুলিশের পক্ষ থেকেও বারবার নিষেধও করা হয়েছিল তাঁকে। কিন্তু কারও কোনও কথাই তিনি শোনেননি।
এ প্রসঙ্গে রজ্জাক বলেন,"আমফানের দাপটে দুটি বড় গাছ উপড়ে পড়েছিল রাস্তায়। যার জেরে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধে হচ্ছিল। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই উপড়ানো গাছ কেটে শুধু সরানো হয়েছে রাস্তার ধারে। আর কোনও গাছ কাটা হয়নি । মিথ্যা অভিযোগ করে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন পঞ্চায়েত প্রধান । তদন্ত হলেই সত্য সামনে আসবে ।"