বনগাঁ, 26 মে : হাসপাতালের ন্যায্যমূল্যের জলের দোকানে দেদার বিকোছে মেয়াদ উত্তীর্ণ পানীয় জলের বোতল । রোগীর পরিজনদের কাছ থেকে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় পুলিশ নিয়ে হাসপাতালে হানা দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ও কাউন্সিলরেরা (Allegations of Selling Expired Water at Fair Price Shops) । ন্যায্যমূল্যের জলের দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ জলের বোতল উদ্ধার করেন তারা । সেগুলি বিক্রি করার অভিযোগে দোকানের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ । সিল করা হয়েছে দোকানটি । বাতিল করা হয়েছে তার ট্রেড লাইসেন্স ।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার বাসিন্দা বাবুল ঘোষ নামে এক ব্যক্তির স্ত্রী বনগাঁয় ডাক্তার জীবনরতন ধর হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন । এদিন তিনি হাসপাতালে ন্যায্যমূল্যের জলের দোকানে স্ত্রীর জন্য জল কিনতে গিয়েছিলেন । দোকানে গিয়ে জলেন বোতল চাইলে দোকানদার তাঁকে একটি জলের বোতল দেন । সেখানে তিনি লক্ষ্য করেন পানীয় জলের বোতলটি মেয়াদ উত্তীর্ণ । দোকানদারকে বিষয়টি জানালে তিনি কিছু সময় পরে ফের আরেকটি নতুন জলের বোতল দেন ।
আরও পড়ুন :পানীয় জলের বোতলে ভাসছে শ্যাওলা, বোতল বিক্রি করে বিপাকে ব্যবসায়ী
বাবুল ঘোষের দাবি, পুরনো জলের বোতলে নতুন করে হাতে লেবেল লাগিয়ে তাঁকে দেওয়া হয়েছে । তাঁর অভিযোগ, হাসপাতালে নতুন যে জল এসেছে তার প্রতিটি বোতলেই হাতে তৈরি লেভেল লাগানো । পরবর্তীতে বিষয়টি তিনি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে জানান । অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বনগাঁ থানার পুলিশ ও পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ন্যায্যমূল্যের জলের দোকানে হানা দেন । দোকান থেকে তাঁরা প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ জলের বোতল উদ্ধার করেন । মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগে দোকানের এক কর্মচারীকে আটক করে পুলিশ । পাশাপাশি দোকানটি সিল করে দেওয়া হয় ৷ এদিন তারা হাসপাতালে একাধিক জলের দোকানেও হানা দেয় ।