দত্তপুকুর, 12 অগস্ট: দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর কাছে তৃণমূলের প্রধান এবং উপপ্রধান প্রার্থীর হারের পরেই চলল গুলি ৷ অভিযোগ তৃণমূলের পরাস্ত শিবিরের তরফেই শূন্যে তিনরাউন্ড গুলি চালানো হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার কদম্বগাছি পঞ্চায়েতে ৷ অভিযোগ ঘটনাটি ঘটেছে পুলিশের সামনেই ৷ আবার উলটোদিকে জয়ী গোষ্ঠী জয়ের আনন্দে টাকি রোডের পাশে বোমা ফাটিয়ে উল্লাসে মাতল বলে অভিযোগ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠল দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েত এলাকা ৷
যদিও, বোমা-গুলি ছোঁড়া নিয়ে শাসকদলের কেউই মুখ খুলতে চায়নি ৷ পুলিশও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বলে অভিযোগ ৷ তবে, দলের হুইপ অমান্য করে তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী আইএসএফ-এর সঙ্গে হাত মিলিয়েছে তা স্বীকার করে নিয়েছে জেলার শীর্ষ নেতৃত্ব ৷ তৃণমূলের প্রধান ও উপপ্রধান প্রার্থীকে হারিয়ে বোর্ড গঠন করেছে বিক্ষুব্ধরা ৷ এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল ৷ তবে, স্থানীয়রা এ নিয়ে শাসকশিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি ৷
গত দু'দিন ধরে উত্তর 24 পরগনার একাধিক পঞ্চায়েতে চলছে বোর্ড গঠনের প্রক্রিয়া ৷ সেই বোর্ড গঠনকে ঘিরে অধিকাংশ জায়গাতেই শাসকদলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠেছে ৷ কোথাও ভোটাভুটির মাধ্যমে তৃণমূলের মনোনিত প্রধান পদের প্রার্থীকে পরাজিত করা হয় ৷ আবার কোথাও তৃণমূলের ঠিক করা প্রধান পদের প্রার্থীকে পছন্দ না হওয়ায়, বোর্ড গঠনে অংশ নেয়নি জয়ী সদস্যরা ৷ কিন্তু যাবতীয় ঘটনাকে ছাপিয়ে গিয়েছে কদম্বগাছি অঞ্চলের বোমা-গুলি ছোঁড়ার ঘটনা ৷