পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Board Formation: পরাজিত হতেই দুঃখে 'শূন্যে গুলি', কদম্বগাছি পঞ্চায়েত বোর্ড গঠনে বিচিত্র ঘটনা - পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে বোমাবাজি

Firing and Bombing in Kadambagachi Panchayat: বোর্ড গঠনের ভোটাভুটিতে হেরে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ তাও আবার দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর কাছে হেরে শূন্য়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷ আর জয়ের আনন্দে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর বিরুদ্ধেও ৷

Panchayat Board Formation ETV BHARAT
Panchayat Board Formation

By

Published : Aug 12, 2023, 10:57 PM IST

Updated : Aug 12, 2023, 11:08 PM IST

কদম্বগাছি পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ

দত্তপুকুর, 12 অগস্ট: দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর কাছে তৃণমূলের প্রধান এবং উপপ্রধান প্রার্থীর হারের পরেই চলল গুলি ৷ অভিযোগ তৃণমূলের পরাস্ত শিবিরের তরফেই শূন্যে তিনরাউন্ড গুলি চালানো হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার কদম্বগাছি পঞ্চায়েতে ৷ অভিযোগ ঘটনাটি ঘটেছে পুলিশের সামনেই ৷ আবার উলটোদিকে জয়ী গোষ্ঠী জয়ের আনন্দে টাকি রোডের পাশে বোমা ফাটিয়ে উল্লাসে মাতল বলে অভিযোগ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠল দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েত এলাকা ৷

যদিও, বোমা-গুলি ছোঁড়া নিয়ে শাসকদলের কেউই মুখ খুলতে চায়নি ৷ পুলিশও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বলে অভিযোগ ৷ তবে, দলের হুইপ অমান্য করে তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী আইএসএফ-এর সঙ্গে হাত মিলিয়েছে তা স্বীকার করে নিয়েছে জেলার শীর্ষ নেতৃত্ব ৷ তৃণমূলের প্রধান ও উপপ্রধান প্রার্থীকে হারিয়ে বোর্ড গঠন করেছে বিক্ষুব্ধরা ৷ এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল ৷ তবে, স্থানীয়রা এ নিয়ে শাসকশিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি ৷

গত দু'দিন ধরে উত্তর 24 পরগনার একাধিক পঞ্চায়েতে চলছে বোর্ড গঠনের প্রক্রিয়া ৷ সেই বোর্ড গঠনকে ঘিরে অধিকাংশ জায়গাতেই শাসকদলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠেছে ৷ কোথাও ভোটাভুটির মাধ্যমে তৃণমূলের মনোনিত প্রধান পদের প্রার্থীকে পরাজিত করা হয় ৷ আবার কোথাও তৃণমূলের ঠিক করা প্রধান পদের প্রার্থীকে পছন্দ না হওয়ায়, বোর্ড গঠনে অংশ নেয়নি জয়ী সদস্যরা ৷ কিন্তু যাবতীয় ঘটনাকে ছাপিয়ে গিয়েছে কদম্বগাছি অঞ্চলের বোমা-গুলি ছোঁড়ার ঘটনা ৷

জানা গিয়েছে, 30 আসন বিশিষ্ট কদম্বগাছি পঞ্চায়েতে তৃণমূল একাই 24টি আসন দখল করে ৷ বাকি ছ'টি আসনের মধ্যে আইএসএফ 4টি এবং কংগ্রেস ও নির্দল উভয়ের ঝুলিতে যায় একটি করে আসন ৷ স্বভাবত, আইএসএফ-এর সমর্থন ছাড়া সেখানে তৃণমূলের একার ক্ষমতায় বোর্ড গঠন করার কথা ৷ কিন্তু, শনিবার বোর্ড গঠনের দিন পুরো হিসেব বদলে যায়, বিক্ষুব্ধ গোষ্ঠীর বিরোধিতায় ৷ দলের হুইপ অমান্য করেই কদম্বগাছি অঞ্চল সভাপতি মিজানুর কবীর ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্যরা আইএসএফের সঙ্গে হাত মিলিয়ে ভোটাভুটির মাধ্যমে নিজেদের পছন্দসই প্রার্থীকে জিতিয়ে প্রধান এবং উপপ্রধান বেছে নেয় ৷

আরও পড়ুন:পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, চাবি থাকল কংগ্রেসের হাতে; অবাক ছবি ইংরেজবাজারে

তবে, দলের হুইপ অমান্য করে আইএসএফের সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠন করার দায় অঞ্চল সভাপতির ঘাড়েই চাপিয়েছেন তৃণমূল নেতা আসাদুজ্জামান ঘনিষ্ঠ সদস্য রবীন্দ্রনাথ মণ্ডল ৷ তিনি বলেন, "এ দিন যেটা ঘটেছে তা অত‍্যন্ত দুর্ভাগ্যজনক ৷ দলীয় নেতৃত্বকে গোটা বিষয়টি জানানো হয়েছে ৷ দলীয় হুইপ অমান্য করায় নিশ্চয় দল কোনও না কোনও ব্যবস্থা নেবে ৷’’

ভোটাভুটি হলেও আইএসএফের সমর্থনে বোর্ড গঠনের কথা অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি নিজামুল কবীর ঘনিষ্ঠ তৃণমূলের জেলা কিষাণ সেলের নেতা মাফুজার রহমান ৷ তিনি বলেন, "ভিতরে কে কাকে সমর্থন করেছে, সেটা আমাদের জানার বিষয় নয় ৷ এটা মানুষের জয় ৷ তৃণমূল দলের জয়।"

Last Updated : Aug 12, 2023, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details