গোপালনগর, 30 জুলাই : মাঠে ট্রাক চালিয়ে মাঠ নষ্ট করছে স্কুল কর্তৃপক্ষ । ফলে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী ও ক্রীড়াবিদরা । এমনই অভিযোগ এনে রাস্তা অবরোধ করে স্কুলের সামনে বিক্ষোভ দেখাল স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয়ে চত্বরে । ছাত্ররা প্রায় আধঘণ্টা গোপালনগর-নিমতা সড়ক অবরোধ করে ৷
নহটা উচ্চ বিদ্যালয়ে একটি খেলার মাঠে রয়েছে । এলাকার একমাত্র খেলার মাঠ । আশপাশের প্রায় 20 টি গ্রামের কায়কশো যুবক চাকরিপ্রার্থী ও ছাত্ররা দৈনিক ওই মাঠে অনুশীলন করেন ৷ এলাকার খেলোয়াররাও ওই মাঠে অনুশীলন করেন ৷ দিন কয়েক আগে যুবকেরা মাঠে অনুশীলন করতে এসে দেখেন মাঠের ভেতর দিয়েই বড় ট্রাক নিয়ে যাওয়া হচ্ছে । এতে একাধিক বড় গর্ত হয়ে মাঠটি অনুশীলনের অনুপযুক্ত হয়ে যায় ৷ অভিযোগ, রাস্তা থাকতেও মাঠের মধ্যে দিয়ে ট্রাক চলাচল করায় মাঠ নষ্ট হচ্ছে । এর ফলেই অনুশীলন এবং খেলাধুলো বন্ধ হয়ে গিয়েছে । শুক্রবার সকালে মাঠ সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা, ছিলেন স্থানীয় যুবকেরাও । পোস্টার-ব্যানার হাতে শতাধিক যুবক সড়কের উপর দাঁড়িয়ে পড়ে । বিক্ষোভকারীদের বক্তব্য, আমরা অনেকেই চাকরি পরীক্ষা দিচ্ছি । আমাদের অনুশীলন করার মতো এই একটি মাত্র মাঠ, তাও নষ্ট করে দেয়া হয়েছে । বিকেল পাঁচটার পরে স্কুলের গেটে তালা ঝোলানো হচ্ছে । যতক্ষণ না মাঠ সংস্কার করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে ।