বারাসত, 4 জুলাই: এবার পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ অভিযোগ কমিশনের বৈধ কাগজপত্র ছাড়াই ছাপ্পা ভোট দিতে এসেছিলেন আজগার আলি নামে এক বাসকর্মী ৷ ধরা পড়ে শেষে লেজে-গোবরে অবস্থা তাঁর ৷ এরপর সংবাদ মাধ্যমের সামনে বাসের ওই কর্মী দাবি করলেন, তৃণমূল পার্টির নির্দেশে ছাপ্পা ভোট দিতে এসেছিলেন বারাসত 1 নম্বর ব্লক বিডিও অফিসে ৷ এই অভিযোগ ঘিরে মঙ্গলবার সরগরম হয়ে ওঠে ছোট জাগুলিয়া বিডিও অফিস চত্বর ৷ এ নিয়ে বামেদের অভিযোগ, সোমবার থেকেই এই ধরনের কারচুপি ও ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল ৷ যাকে-তাকে ধরে নিয়ে এসে পোস্টাল ব্যালাটে ভোট দেওয়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা ৷ যদিও, এই ঘটনার কথা অস্বীকার করেছেন বারাসত 1 নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র ৷
ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মীদের পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অধিকার রয়েছে বাস চালক, খালাসি থেকে শুরু করে গাড়ির হেল্পার, ইলেকট্রিশিয়ান এবং ভিডিয়ো গ্রাফারদের ৷ এর জন্য আগে থেকে নির্বাচন কমিশন থেকে বৈধ কাগজপত্র তৈরি করে নিয়ে যেতে হয় তাঁদের ৷ এক্ষেত্রে গাড়ির মালিকদেরও বৈদ চিঠি দিয়ে প্রশাসনকে জানাতে হয়, তাঁর কোন গাড়ি ভোটের কাজে ব্যবহার হবে ৷ গাড়ির সঙ্গে যিনি থাকবেন সেই ব্যাক্তির পরিচয়পত্রও দেওয়া বাধ্যতামূলক ৷ কিন্তু, অভিযোগ এসবের তোয়াক্কা না করেই ৷ কয়েকজন বাসকর্মী মঙ্গলবার পোস্টাল ব্যালটে ভোট দিতে চলে এসেছিলেন দত্তপুকুরের ছোট জাগুলিয়া বিডিও অফিসে ৷ এমনকি ভোটার স্লিপের ধারও ধারেননি অনেকে ৷ এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন জেলা পরিষদের 27 নম্বর আসনের সিপিএম প্রার্থী হাবিব আলি ৷