বারাসত, 30 সেপ্টেম্বর : দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক তথা বারাসত আদালতের আইনজীবী সুশোভন মিত্র । বাঁশ দিয়ে ওই আইনজীবীকে বেধড়ক পেটায় কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ । তাঁর পিঠে, ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে । ঘটনাটি ঘটেছে বারাসতের রামকৃষ্ণপুর এলাকায় । আক্রান্ত ওই আইনজীবীকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও প্রাথমিক চিকিৎসার পর ওই আইনজীবীকে ছেড়ে দেওয়া হয় ৷ ইতিমধ্যেই বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়ছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গতকাল সন্ধেয় বাগুইআটি থানা থেকে ফেরার সময় বারাসত আদালতের সামনে গাড়ি থেকে নামেন আইনজীবী সুশোভন মিত্র । তখন রাত পৌনে 11টা । সেই সময় তাঁর এক মক্কেল ফোন করেন । ফোন পেয়ে মিনিট দশেকের মধ্যেই তাঁর এক সহকর্মীর বাইকে চেপে রামকৃষ্ণপুরে ওই মক্কেলের সঙ্গে কথা বলতে যান সুশোভন । বাইক থেকে নামতেই আচমকাই পিছন থেকে তিন-চারজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । প্রথমে হেনস্থা করা হয় পরে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে হামলাকারীরা । আক্রান্ত আইনজীবী ও তাঁর সঙ্গে থাকা সহকর্মীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা ।
আইনজীবীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ জখম সুশোভন ও তার সরকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে । এই ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়ে আইনজীবী মহলে । এবিষয়ে আক্রান্ত আইনজীবী সুশোভন মিত্র বলেন,"মক্কেলের সঙ্গে দেখা করতে গিয়ে এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারেনি । হামলাকারীদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছি । তার মধ্যে প্রদীপ পাল বলে একজন রয়েছে । তাঁর হয়ে একটি মামলায় লড়াইয়ের সময় হেরে যায় ৷ সম্ভবত সেই কারণেই হামলা চালানো হয়েছে । আশেপাশের লোকজন ও চেনা পরিচিত মক্কেলরা ছুটে না আসলে বড় কোনও ঘটনাও ঘটতে পারত ৷"
বারাসত আদালতের আইনজীবী মণিশংকর মিস্ত্রি বলেন,"ঘটনাটি অনভিপ্রেত । ভাবাই যায় না । পুলিশ আশ্বাস দিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার ।" যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বারাসত আদালত বয়কট করারও হুশিয়ারি দিয়েছেনি তিনি । গতকাল রাতেই দুষ্কৃতীদের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত আইনজীবী সুশোভন মিত্র । পুলিশ জানিয়েছে,"ঘটনার তদন্ত শুরু হয়েছে । দুষ্কৃতীদের ধরতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে । আশা করা যায় দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে ।"