লকডাউনের মধ্যে পথসভা ! বানচাল করতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - লকডাউনের মধ্যে নিয়মভঙ্গ করে পথসভা দত্তপুকুরে
লকডাউনের মধ্যে দত্তপুকুরে নাবালিকা হত্যার বিচার চেয়ে পথসভা ৷ সেই পথসভার উপর হামলা চালানোর অভিযোগ এসেছে স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে ৷
বারাসত, 16 জুলাই: লকডাউনের মধ্যে নিয়মভঙ্গ করে পথসভা করার অভিযোগ ৷ আর সেই পথসভা বানচাল করতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দত্তপুকুরের কদম্বগাছি কয়রা গ্রামের । হামলায় আহত হয়েছেন স্থানীয় কয়েকজন গ্রামবাসী । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । পরে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
স্থানীয় সূত্রে খবর, প্রায় একবছর আগে কদম্বগাছির কয়রা গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করা হয় । সেই ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয় ৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ দোষীদের আড়াল করতে নিরীহ লোকজনকে গ্রেপ্তার করেছে । তাদের আরও অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতার ইন্ধনেই পুলিশ বিষয়টি ধামাচাপা দিতে চাইছে । এই নিয়ে বারবার আন্দোলনে উত্তপ্ত হয়েছে কদম্বগাছি অঞ্চল । সেই নৃশংস খুনের একবছর হতে চললেও পুলিশ প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি । সেই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে পথসভার আয়োজন করা হয় কদম্বগাছির কয়রা গ্রামে । অভিযোগ, রাস্তার ধারে রীতিমতো জমায়েত করে পথসভা চলছিল । লকডাউনের নিয়মবিধি মানারও কোনও বালাই ছিল না । সুরক্ষা বিধি কার্যত শিকেয়ে উঠেছিল । পথসভার একেবারে শেষের দিকে হঠাৎ-ই স্থানীয় এক তৃণমূল নেতার অনুগামীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় ৷ তাতে আহত হন কয়েকজন গ্রামবাসী । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে দত্তপুকুর থানার বিশাল পুলিশবাহিনী ছুটে আসে ঘটনাস্থানে । তাঁদের ঘিরে শুরু হয় বিক্ষোভ । চলে বচসা ও বাদানুবাদ । বেশ কিছুক্ষণ বচসা চলার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।