বনগাঁ, 24 এপ্রিল :জেল থেকে ছাড়িয়ে দেওয়ার নাম করে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ও তাঁর সাগরেদ নাসির বিশ্বাসের বিরুদ্ধে (Allegation of Taking Lakhs of Rupees Against TMC Leader for Releasing Accused) । যদিও একথা অস্বীকার করেছেন অভিযুক্ত সভাপতি ৷ এই বিষয়ে বনগাঁ (Bangaon News) সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।
জানা গিয়েছে, 17 এপ্রিল মধ্যরাতে আতিয়ার মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাগদা থানার পুলিশ ৷ সকালে বিষয়টি নিয়ে সাহায্যের জন্য স্থানীয় নাসির বিশ্বাস নামে এক যুবকের কাছে যান আতিয়ারের স্ত্রী আজমিরা মণ্ডল ও ছেলে জসিমউদ্দিন মণ্ডল । তখন নাসির তাঁদের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কাছে নিয়ে গেলে তিনি 1 লক্ষ 50 হাজার টাকা নিয়ে আসার জন্য বলেন । এমনকি টাকা না নিয়ে এলে আতিয়ারকে মিথ্যা গাঁজা কেস দেওয়া হবে বলে জানান গোপা রায় ৷ এমনই অভিযোগ ধৃতের পরিবারের ৷
আরও পড়ুন :Naihati Snatching Incident : নৈহাটিতে ছিনতাইয়ের ঘটনায় ধৃত সাব ইন্সপেক্টর-সহ 2
এই বিষয়ে আতিয়ার মণ্ডলের ছেলে জসিমউদ্দিন মণ্ডল বলেন, "গোপাদেবীর কথা শুনে নিরুপায় হয়ে বাবাকে বাঁচাতে ধার করে টাকা এনে নাসির বিশ্বাস ও গোপা রায়কে প্রথমে 80 হাজার টাকা দিই । পরে নাসিরের কাছে 20 হাজার টাকা দিলেও পুলিশ আমার বাবাকে ডাকাতির মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয় । এখন আবার গোপা রায় রাত 30 হাজার টাকা দাবি করেছেন । কিন্তু আমি টাকা ফেরত চাইতে গেলে ফেরত দিচ্ছে না । উলটে হুমকি দিয়ে নাসির বলছে, পারলে আদায় করে নিস । এই নিয়ে আমরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছি ৷"