পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নৈহাটিতে BJP কার্যালয়ে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - নৈহাটিতে ভোর রাতে BJP কার্যালয়ে আগুন

নৈহাটিতে ভোররাতে BJP কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

image
BJP পার্টি আফিসে আগুন

By

Published : Jan 16, 2020, 2:23 PM IST

নৈহাটি, 16 জানুয়ারি : ফের BJP কার্যালয়ে হামলা । এবার ঘটনাস্থান নৈহাটির গরিফা ৷ কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । সেই সময়, কার্যালয়ের ভিতরে ঘুমোচ্ছিলেন BJP জেলা কমিটির সদস্য সুব্রত দাস ৷

দলীয় কার্যালয়ে আগুন দিয়ে সুব্রতবাবুকে পুড়িয়ে মারার ছক কষা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অল্পের জন্য রেহাই পান সুব্রতবাবু । দরজা খুলে বেরোতে গিয়ে তাঁর হাত পুড়ে গিয়েছে । তৃণমূল কর্মীরাই আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ স্থানীয় BJP নেতৃত্বের ৷ ঘটনায় ইতিমধ্যেই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

BJP-র দলীয় কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বক্তব্য, তাঁদের দলের কোনও কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয় । আইন আইনের মতো কাজ করবে । CCTV ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details