পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা - rape against the BJP leader in barasat

Rape Allegation Against BJP Leader: বারাসতে তরুণীকে নিজের বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযুক্ত বিজেপি নেতা ৷ অভিযোগ দায়ের হতেই গ্রেফতার অভিযুক্ত ৷

Etv Bharat
ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 9:39 PM IST

বারাসত, 7 ডিসেম্বর: তরুণীকে বাড়িতে ডেকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ প্রীতম রায় নামে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে । ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতে । বৃহস্পতিবারই নির্যাতিতা তরুণীর মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।

পুলিশ সূত্রে খবর, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে বিজেপি নেতা । এ বিষয়ে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয় বারাসত থানায় । এরপরই পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে তাঁর বাড়ি থেকে পাকড়াও করে ৷ ধর্ষণ ছাড়াও ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷

ধৃত বিজেপি নেতা প্রীতম রায়ের বাড়ি বারাসত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে ৷ অভিযুক্ত এলাকায় নিজেকে বিজেপি ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচয় দিত বলে জানা গিয়েছে । দলীয় কর্মসূচিতেও সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বলে খবর । সোশাল মিডিয়ায় এমন একাধিক ছবিও প্রকাশ্যে এসেছে । সোশাল মিডিয়ার হাত ধরেই বছর বত্রিশের এই বিজেপি নেতার সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর । পরে দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে । বৃহস্পতিবার তরুণীকে বাড়িতে ডেকে আনে ওই বিজেপি নেতা ৷ বাড়িতে এসে তরুণী লক্ষ্য করেন গোটা বাড়ি ফাঁকা । তাতেই সন্দেহ হয় । এরপর তিনি চলে যেতে চাইলে জোর করে তাঁকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ঘটনার পর কোনওক্রমে অভিযুক্তের বাড়ি থেকে পালিয়ে সোজা পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। দায়ের করা হয় অভিযোগ । এরপরই ওই বিজেপি নেতাকে গ্রেফতার করতে তৎপর হয় বারাসত থানার পুলিশ ।

এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে ওঠে বারাসত । ঘটনা প্রসঙ্গে গেরুয়া শিবিরকে নিশানা করেছে শাসকদলের স্থানীয় নেতৃত্ব । তাঁদের অভিযোগ, "বিজেপি মহিলাদের সম্মান করতে জানে না । এটাই ওদের সংস্কৃতি ।" অভিযুক্তের কড়া শাস্তির দাবিতেও সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব । যদিও ধৃতের থেকে দলের দূরত্ব তৈরি করার চেষ্টা করেছেন বিজেপির জেলা নেতৃত্ব ।

আরও পড়ুন :

1 টলিউডে কাজের টোপ দিয়ে একাধিকবার ঘনিষ্ঠ, পরে নির্জনে নিয়ে গিয়ে গাড়িতে গণধর্ষণ তরুণীকে !

28 বছরের নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘিরে বিক্ষোভ

3নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details