বনগাঁ, 22 জুলাই: নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রাইমারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে । অভিযুক্ত শিক্ষকের নাম অলীক বিশ্বাস (rape allegation against school teacher)। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ । শুক্রবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।
Rape allegation Against Teacher: ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও প্রাণনাশের হুমকি, ধৃত শিক্ষক - ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক
নির্যাতিতার পরিবারের অভিযোগ প্রায় 6 মাস ধরে তাকে ধর্ষণ করে ওই স্কুল শিক্ষক (Rape allegation Against Teacher) ৷ প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ওই নাবালিকাকে ৷
আরও পড়ুন: যখন দেশের শীর্ষ আসনে একজন আদিবাসী, তখন কুসংস্কারের শিকার সেই সমাজেরই যুবক
জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা গত আড়াই বছর ধরে অলীক বিশ্বাসের কাছে তার বাড়িতে টিউশন পড়তে যেত । অভিযোগ, গত ছ'মাস ধরে ওই নাবালিকাকে ধর্ষণ করেছে ওই ব্যক্তি ৷ ঘুমের ওষুধও খাওয়ানো হয় ওই নাবালিকাকে ৷ নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনার কথা কেউকে বললে প্রাণনাশের ভয়ও দেখানো হয় তাঁকে ৷ সম্প্রতি বিষয়টি বাড়িতে জানায় ওই নাবালিকা ৷ এরপরেই নির্যাতিতার পরিবারের তরফে বিষয়টি থানায় জানানো হয় ৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে ৷