বারাসত, 4 মে:দীর্ঘদিন ধরে ময়লা, আবর্জনা, মাটি ফেলার ফলে পুকুরের অধিকাংশই বুজে গিয়েছে ৷ উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতের একটি পুকুর এইভাবে ভরাট হয়েছে। অথচ পুকুর পুনরুদ্ধারের কোনও উদ্যোগ পৌরসভা কিংবা প্রশাসনের তরফে নেওয়া হয়নি বলে অভিযোগ । উপরন্তু জমির মালিক ও পৌরসভা একে অপরের উপর দায় চাপিয়ে রেহাই পেতে চাইছে ৷
বারাসত পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের হৃদয়পুর স্টেশন রোড । রাস্তার পাশেই 84 শতক এলাকাজুড়ে বিশাল একটি পুকুর ছিল একসময় । সেই পুকুরেই এলাকার লোকজন একসময় স্নান করতেন । বৃষ্টি হলেই এলাকার জমা জল সহজেই গিয়ে মিশত পুকুরের সঙ্গে । ফলে, জল যন্ত্রণার হাত থেকেও মিলত রেহাই । পুকুর-সহ জমির 84 শতক অংশের মধ্যে 28 শতক জমি, কয়েক বছর আগে কিনেছিলেন ব্যবসায়ী সঞ্জীব দত্ত । সেই 28 শতক জমি (প্রায় 18 কাঠা)-র পুকুরটি দীর্ঘদিন ধরে পড়ে ছিল অবহেলিত অবস্থায় । সেখানেই নোংরা ও আবর্জনা ফেলতে ফেলতে ভরাট হয়ে যায় বলে অভিযোগ । বর্তমানে পুকুরের কোনও অস্তিত্বই নেই । বুজিয়ে ফেলা পুকুরের অংশের মধ্যেই বাঁশের ব্যারিকেড দিয়ে এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে । ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী ।
এই বিষয়ে ভাস্কর চক্রবর্তী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "গোটাটাই পুকুর ছিল এখানে । সেই পুকুরে আমরাও একসময় স্নান করতাম । সাঁতার কাটতাম । সেই পুকুর ভরাট হতে দেখে খারাপ লাগছে । এটা দেখা উচিত ছিল প্রশাসনের । রাজনৈতিক ভয়ে সেভাবে এতদিন মুখ খুলতে পারেনি আমরা । এখন মুখ খুলতে বাধ্য হয়েছি । পুকুর বাঁচাতে চেষ্টা হয়েছিল ঠিকই । কিন্তু তা আর করা যায়নি ।"