ভাঙড়, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের দিনও নতুন করে অশান্তি শুরু ভাঙড়ে । এবার জাতীয় পতাকার উত্তোলন ঘিরে গোলমালের অভিযোগ ভাঙড়ে । ভাঙড়ের বেশ কিছু এলাকায় আইএসএফ কর্মী ও সমর্থকদের জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের একাংশের দিকে । ভাঙড়-1 অঞ্চলে আইএসএফ'কে দু’টি জায়গায় জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর । আইএসএফ কর্মী ও সমর্থকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাঁর ।
শুধু তাই নয়, পতাকা উত্তোলন করলে খুন করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি আইএসএফ বিধায়কের । এদিন ভাঙড়-1 ব্লকের নলমুড়ি এলাকায় আইএসএফ কর্মী ও সমর্থকদের পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । পরবর্তী সময়ে পুলিশি নিরাপত্তায় পতাকা উত্তোলন করেন নওশাদ । পরে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানান তিনি ৷ পুলিশ তাঁকে আশ্বস্ত করেছে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে । নওশাদ পুলিশকে পদক্ষেপের জন্য 48 ঘণ্টার চরমসীমা বেঁধে দিয়েছেন । বলছেন, যদি 48 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কোন কোন দফতরে বিষয়টি জানাতে হয়, সেটি তিনি দেখবেন । নওশাদের বক্তব্য, "এটা তো কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, এটা তো স্বাধীনতা দিবসের কর্মসূচি ।"