পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেগঙ্গায় যুবতিকে বিষ খাইয়ে খুনের অভিযোগ, পলাতক শ্বশুরবাড়ির সদস্যরা

যুবতিকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ অভিযুক্তরা পলাতক ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

allegation-of-murder
দেগঙ্গায় যুবতিকে বিষ খাইয়ে খুনের অভিযোগ

By

Published : Aug 24, 2020, 5:54 PM IST

দেগঙ্গা, 24 অগাস্ট : অতিরিক্ত পণের দাবিতে যুবতিকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা 2 নম্বর পঞ্চায়েতের যাদবপুর পশ্চিমপাড়ার ঘটনা ৷ মৃতার নাম ডালিয়া খাতুন(23) ৷ এই ঘটনায় মৃতার বাড়ির সদস্যদের তরফে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ঘটনার পর থেকে মৃতার শওহর মণিরুল মণ্ডল, শ্বশুর রাজ্জাক মণ্ডল, শাশুড়ি নূর নেহার বিবি ও দেওর আনারুল মণ্ডল পলাতক ৷

বছর দেড়েক আগে বেড়াচাঁপা 2 নম্বর পঞ্চায়েতের যাদবপুর গ্রামের মণিরুল মণ্ডলের সঙ্গে নিকাহ হয়েছিল আমুলিয়া পঞ্চায়েতের রায়পুর গ্রামের ডালিয়ার ৷ ডালিয়ার পরিবারের অভিযোগ, নিকাহের ছয় মাস পর থেকে অতিরিক্ত টাকা দাবি করে ডালিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা ৷ সম্প্রতি একটি মোটরবাইক দাবি করেছিল মণিরুল ৷ তা দিতে না পারায় যুবতির উপর অত্যাচার বেড়ে যায় ৷ 16 অগাস্ট শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে অশান্তি হয় ৷

যুবতির আব্বা মিকাইল মল্লিক বলেন, 16 অগাস্ট রাত 8 টা নাগাদ মেয়ের শ্বশুরবাড়ির এক প্রতিবেশী আমাদের বাড়িতে ফোন করে জানান যে ডালিয়াকে মারধর করছে সকলে ৷ কথা শুনে মেয়ের বাড়ি যাই ৷ সেখানে গিয়ে দেখি মেয়ে মেঝেতে ছটফট করছে ৷ শ্বশুরবাড়ির লোকেরা জানায় মেয়ে বিষ খেয়েছে ৷ অথচ তারা ডালিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও তৎপরতা দেখায়নি ৷ অবশেষে আমরাই মেয়েকে নিয়ে প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে যাই ৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় বারাসত জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় ৷

তিনি আরও বলেন, "সপ্তাহখানেক ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর রবিবার রাতে মৃত্যু হয় ডালিয়ার ৷" তাঁর অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেয়ে জানিয়েছিল, তাঁর শওহর, শ্বশুর, শাশুড়ি ও দেওর মিলে বিষ খাইয়ে দিয়েছে ৷ ওরাই মেয়েকে খুন করেছে ৷ দোষীদের কঠোর শাস্তি চাই ৷

দেগঙ্গা থানার পুলিশের বক্তব্য, যুবতির শ্বশুরবাড়ির লোকেরা পলাতক ৷ বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে ৷ এটি খুন না আত্মহত্যার ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে ৷

ABOUT THE AUTHOR

...view details