পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফুড কুপন বিলি নিয়ে অনিয়মের অভিযোগ বারাসতে - lock down scenes of barasat

বারাসত পৌরসভার 11 নম্বর ওয়ার্ড । এই ওয়ার্ডের অনেক পরিবারেই সকলে ফুড কুপন পাচ্ছেন না বলে অভিযোগ । ফলে লকডাউনে কম খাদ্য সামগ্রী পাচ্ছেন তাঁরা ।

বারাসত
বারাসত

By

Published : Apr 10, 2020, 2:44 PM IST

বারাসত, 10 এপ্রিল : আশ্বাস দিয়েছিলেন, যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের ফুড কুপন বণ্টন করে রেশন সামগ্রী তুলে দেওয়া হবে । সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুড কুপন বণ্টনের প্রক্রিয়াও শুরু হয়েছে । কিন্তু, তারপরও অনেকে ঠিকমতো ফুড কুপন পাচ্ছেন না বলে অভিযোগ । অনেক জায়গায় তো আবার ফুড কুপন বাড়িতে পৌঁছে দেওয়ার বদলে কাউন্সিলরের অফিস থেকে নিয়ে আসতে হচ্ছে গ্রাহকদের । তার ফলে দীর্ঘক্ষণ তাঁদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে । সেখান দূরত্ব মানার ব্যাপারটি কখনও কখনও লঙ্ঘন হচ্ছে । এতকিছুর পরও পরিবারের সকলে ফুড কুপন পাচ্ছেন না । বারাসতে এমনই অভিযোগে রীতিমতো প্রশাসন ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে গ্রাহকরা । যদিও, প্রশাসন আশ্বাস দিচ্ছে প্রত্যেকেই ফুড কুপন পাবেন ।

বারাসত পৌরসভার 11 নম্বর ওয়ার্ড । এই ওয়ার্ডের অনেক পরিবার রেশন কার্ডের জন্য আবেদন করলেও কার্ড হাতে পাননি । যার মধ্যে বেশ কিছু গরির পরিবারও রয়েছে । যাদের সংসারের চালাতে কার্যত রেশন সামগ্রীর দিকেই তাকিয়ে থাকতে হয় । কার্ড না থাকায় রেশন সামগ্রী পাচ্ছিলেন না তাঁরা । এরই মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,যাদের রেশন কার্ড নেই তাঁদের ফুড কুপনের মাধ্যমে রেশন সামগ্রী তুলে দেওয়া হবে । সেই মতো চালু হয় ফুড কুপন দেওয়ার প্রক্রিয়া । বাড়িতে পৌঁছে দেওয়ার বদলে সেই কুপন নিতে ছুটতে হচ্ছে স্থানীয় কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশের অফিসে । সেখানেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের । তারপরও পরিবারের সকলের ফুড কুপন পাচ্ছেন না বলে অভিযোগ ।

যেমন, মৌসুমি বিশ্বাস । পরিবারের চারজন ফুড কুপন পাওয়ার কথা থাকলেও পেয়েছেন তিনজন । মৌসুমি বিশ্বাসের তাঁর কথায়, "শ্বশুর,শাশুড়ি ও আমার ফুড কুপন আসলেও আমার স্বামীরটা পাইনি । কাউন্সিলরের অফিসে বহু সময় দাঁড়িয়ে থেকে ফুড কুপন সংগ্রহ করি । স্বামীর ফুড কুপনের বিষয়ে জিজ্ঞাসা করলে সেখান থেকে বলা হয় পরে খোঁজ নিতে । একদিন বাদে আবার যোগাযোগ করলে কোনও সদুত্তর মেলেনি ।" এমন অনেকেই রয়েছেন যাঁদের পরিবারে এক-দু'জন করে কুপন পাননি । তাদের প্রশ্ন, ফুড কুপন যদি দিতেই হয় তাহলে সবাই পাবে না কেন? ইশু করার আগে ভালোভাবে দেখে নেওয়া উচিত ছিল,যে পরিবারের সকল সদস্য ফুড কুপন পাচ্ছে কি না।

তবে,শুধু ১১ নম্বর ওয়ার্ড নয় বারাসত পৌরসভার আরও কিছু ওয়ার্ডেও ফুড কুপন না পাওয়ার অভিযোগ উঠেছে । যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে বারাসত । এদিকে, এবিষয়ে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশ বলেন,"ওয়ার্ডের বেশিরভাগ লোককেই ফুড কুপন দেওয়া হয়ে গেছে । কিছু লোকের কুপন হয়তো না এসে থাকতে পারে । সেই জন্য তাঁদের হাতে ফুড কুপন দেওয়া সম্ভব হয়নি । তবে, আমরা খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাঁদের যাতে দ্রুত ফুড কুপন দেওয়া যায় তার ব্যবস্থা করছি ।"

অন্যদিকে, বিষয়টি নিয়ে বারাসতের খাদ্য নিয়ামক আজিজুল শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমাদের এখান থেকে পৌরসভা ও এলাকা ভিত্তিক ফুড কুপন পাঠিয়ে দেওয়া হয়েছে । ফলে সমস্যা হওয়ার কথা নয় । তারপরও, কোথাও সমস্যা হয়ে থাকলে সেবিষয়ে খোঁজ নেওয়া হবে । কেউ যদি ফুড কুপন না পেয়ে থাকেন, তাঁদেরকে বলব জেলা প্রশাসনের যোগাযোগ করতে । দ্রুত তাঁদের ফুড কুপন পাঠিয়ে দেওয়া হবে ।"

জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, আজ RKSY-এর পাঁচ ক্যাটেগরির রেশন কার্ড গ্রহীতাদের সরকার নির্ধারিত চাল,ডাল ও আটা বিনামূল্যে বিলি করার কাজ হয় । আর অন্যদিকে, ফুড কুপনের মাধ্যমে RKSY- 2 দের রেশন সামগ্রী বণ্টন করা হবে । ইতিমধ্যে জেলায় প্রায় কয়েক লাখ ফুড কুপন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details