পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পণের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ - baruipur

মা এসে দেখেন উঠোনে শোওয়ানো আছে মেয়ের নিথর দেহ। মৃতের নাম তিথি মণ্ডল। অভিযোগ, পণের দাবিতে তাঁর মেয়েকে খুন করা হয়েছে।

died

By

Published : Mar 1, 2019, 11:23 PM IST

বারুইপুর, ১ মার্চ : মা এসে দেখেন উঠোনে শোওয়ানো আছে মেয়ের নিথর দেহ। মৃতের নাম তিথি মণ্ডল। মৃতের মা আরতি নস্করের অভিযোগ, পণের দাবিতে তাঁর মেয়েকে খুন করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

পাঁচ মাস আগে তিথি নস্কর ও রাজেশ মণ্ডলের বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তিথির উপর অত্যাচার করত তিথির শ্বশুরবাড়ির লোকজন। তিথির মা বলেন, "যৌতুক না পেয়ে মেয়েকে ঠিকমতো খেতে পরতেও দেওয়া হত না। গতকাল আমাকে জানানো হয় যে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। গিয়ে দেখি বাড়ির উঠোনে শোওয়ানো আছে তিথির নিথর দেহ। পরিবারের লোক জানায় আত্মঘাতী হয়েছে সে।" এই ঘটনায় তিনি তিথির স্বামী রাজেশ মণ্ডল, শ্বশুর কচেরাম মণ্ডল এবং শাশুড়ি শ্যামলী মণ্ডলের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

তিথির দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। শ্যামলী মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details