বারাসত, 2 এপ্রিল: ছিল রুমাল ! হয়ে গেল বিড়াল । এ যেন অনেকটা সেরকমই । কয়েক বছর আগেও পুকুর ছিল যেখানে, সেখানেই এখন পুকুর বুজিয়ে রমরমিয়ে একের পর এক ব্যবসা চলেছে । অবশেষে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর । উত্তর 24 পরগনার সদর শহর বারাসতের ঘটনা । ইতিমধ্যে পৌরসভা এবং পুলিশের যৌথ সহযোগিতায় বেআইনিভাবে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার করতে তৎপর হয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা ।
বারাসত পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের নবতীর্থ শিশিরকুঞ্জ এলাকা । এখানেই রাস্তার পাশে একসময় এক বিঘারও বেশি এলাকাজুড়ে পুকুর ছিল । তারই কিছুটা অংশে ডাঙা ছিল ৷ জানা গিয়েছে, পুকুর-সহ অঞ্চলের এই বিশাল অংশের জমির মালিকানা রয়েছে মোট 8 জনের নামে । এর মধ্যে স্থানীয় বাসিন্দা অনুপ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী মিলি চক্রবর্তীর অংশীদারিত্বের পরিমাণ প্রায় 12 শতক । বাকি জমির অংশীদারিত্বে রয়েছেন আরও ছ'জন । দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল জমির অংশের মধ্যে থাকা এই পুকুরটি । সেটিই পরবর্তী সময়ে আবর্জনা ও নোংরা ফেলতে ফেলতে ভরাট করা হয়ে যায় বলে অভিযোগ । সেই পুকুরই এখন পরিণত হয়েছে চরায় । সেখানেই রাতারাতি গজিয়ে উঠেছে গাড়ির পার্কিং গ্যারেজ । চলছে ইমারতি ব্যবসাও । এমনকী,পাশেই একটি আবাসনের জেনারেটরও বসানো হয়েছে ভরাট হওয়া সেই জমিতে ।
সম্প্রতি এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা । বিএলআরও অফিসে অভিযোগ জমা দিয়েছেন । তাতেই ঘুম ভাঙে জেলা প্রশাসনের ।বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরও । অভিযোগের সত্যতা যাচাই করতে কয়েকদিন আগে দফতর থেকে টিম পাঠানো হয় সেখানে । অভিযোগের সত্যতা পেয়ে সেই মর্মে নোটিশ ধরানো হয়েছে জমির অংশীদারিত্ব থাকা অলোক চক্রবর্তীকে । সাতদিনের মধ্যে ভরাট হওয়া পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয় তাঁকে । কিন্তু তাতে তিনি কোনও কর্ণপাত করেননি বলে অভিযোগ । তাই বাধ্য হয়ে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার করার উদ্যোগ নিয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর ।