বিধাননগর, 6 নভেম্বর: ফের সল্টলেকে প্রোমোটার রাজ । মৃত মানুষের নামে ভুয়ো সরকারি নথি তৈরি করে কোটি টাকার বিনিময়ে জমি বিক্রির অভিযোগ এক প্রোমোটারের বিরুদ্ধে । গ্রেফতার সেই জমি মাফিয়া । সিদ্ধার্থ নাগ নামের প্রোমোটারকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ (Fraud Promoter Arrested) ।
সূত্রে খবর, চলতি বছর 13 অক্টোবর মানিকতলা এলাকার বাসিন্দা প্রিয়জিৎ মিত্র বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন ৷ তিনি জানান, তাঁর মামা পৃথ্বীশচন্দ্র বসুর 1997 সালের 3 জুলাই মৃত্যু হয়েছে । তাঁর মামার নামে সল্টলেকের বিএ ব্লকে একটি বাড়ি ছিল । যেই বাড়ি মামা মারা যাওয়ার সময় তাঁর নামে উইল করে দিয়ে যান । তবে তার পরে জমির মিউটেশন তিনি করিয়ে উঠতে পারেননি ।
2007 সালের অগস্ট মাসে প্রিয়জিৎ মিত্রের সঙ্গে আলাপ হয় ওই এলাকার প্রোমোটার সিদ্ধার্থ নাগের । তিনি বিএ ব্লকের বাড়ির নিচের তলায় বসবাসের জন্যে লংটার্ম লিজ নেন । এরপরই সেই জমির মিউটেশন করে দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়জিৎকে দেন এই সিদ্ধার্থ নাগ ৷ বাড়ির যাবতীয় আসল দলিল তাদের থেকে নেন এই অভিযুক্ত বলে জানা গিয়েছে (Allegation of grabbing land by using fake documents) ।
তবে পরবর্তীতে জমির মিউটেশন করিয়ে দেননি ৷ এমনকী জমির দলিলও ফেরত দেন না সিদ্ধার্থ, এমনটাই অভিযোগ । এরপরই অভিযোগকারী প্রিয়জিৎ চলতি বছর সল্টলেকের সেই বাড়ির সামনে গেলে দেখতে পান সেটা ভেঙে ফেলে সেখানে নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে । প্রতিবেশিদের জিজ্ঞেস করে জানতে পারেন, নিচের তলার বাসিন্দা সিদ্ধার্থ নাগ এই বাড়িটি সুশীল জিন্দাল এবং শশী জিন্দাল নামের দুই ব্যক্তিকে 1 কোটি 57 লক্ষ টাকার বিনিময় বিক্রি করে দিয়েছেন ।