পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Board Formation: এলাকার ভোটার না হয়েও পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থী, অভিযোগ সিপিএম প্রার্থীর - barasat 1 panchayat samiti

এলাকার ভোটার না হয়েও পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে জিতেছেন তৃণমূল প্রার্থী ৷ এমনই অভিযোগ উঠেছে বারাসত 1 ব্লকের পঞ্চায়েত সমিতির 25 নম্বর আসন থেকে জয়ী তৃণমূল প্রার্থী শঙ্খ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন পরাজিত সিপিএম প্রার্থী ৷

ETV Bharat
পরাজিত সিপিএম প্রার্থী

By

Published : Aug 15, 2023, 11:01 PM IST

এলাকার ভোটার না হয়েও পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থী, অভিযোগ সিপিএম প্রার্থীর

বারাসত, 15 অগস্ট: বুধবার বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বোর্ড গঠন ! কিন্তু তার আগেই পঞ্চায়েত সমিতির জয়ী তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে আদালতে গিয়ে কড়া নাড়লেন পরাজিত সিপিএম প্রার্থী শেখ আবুল হোসেন । তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য শঙ্খ চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছেন তিনি । সিপিএম প্রার্থীর অভিযোগ, পৌর এলাকার ভোটারই নন ওই তৃণমূল নেতা ! অথচ তিনিই পঞ্চায়েত এলাকা থেকে প্রার্থী হয়ে তৃণমূলের হয়ে ভোটে জয়ী হয়েছেন ।

বারাসত 1 ব্লকের পঞ্চায়েত সমিতির 25 নম্বর আসন থেকে এবার জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শঙ্খ চট্টোপাধ্যায় । আর এই নিয়েই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের ঠিক আগে বিতর্ক তৈরি হয়েছে সিপিএমের পরাজিত প্রার্থীর অভিযোগ ঘিরে । পরাজিত সিপিএম প্রার্থী শেখ আবুল হোসেন বলেন, "জয়ী তৃণমূল প্রার্থী পৌর এলাকার ভোটার হয়েও তিনি পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন । যা নির্বাচন কমিশনের আইনের পরিপন্থী । নির্বাচন কমিশনের আইনের তোয়াক্কা না করেই শাসকদলের এই জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য ভোটে লড়াই করেছেন । এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতেই আদালতের দ্বারস্থ হয়েছি । আমি চাই এর একটি প্রতিকার হোক ৷" অভিযোগকারীর আরও দাবি, বিষয়টি জানার পরই তিনি বারাসতের মহকুমা শাসক ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান ৷ কিন্তু অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি । উলটে বিডিও তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন ৷ তাই তিনি আইনি পদক্ষেপ নিতে আদালতের দ্বারস্থ হয়েছেন ৷

যদিও,এই অভিযোগকে গুরুত্ব দিতে চাননি তৃণমূলের জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য শঙ্খ চট্টোপাধ্যায় । পালটা এনিয়ে বিরোধী শিবিরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছেন তিনি । তাঁর কথায়,"অভিযোগ শুনে হাসব না কাঁদব তাই ভাবছি । প্রথমত,নির্বাচন কমিশনের তরফে প্রার্থীদের জন্য যে ফর্ম দেওয়া হয় সেখানে যাবতীয় বিষয় উল্লেখ করতে হয় । সেই ফর্মেই আমি উল্লেখ করেছি আমার যাবতীয় বিষয় । দ্বিতীয়ত, 5 জানুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে লক্ষ্য করলেই দেখা যাবে সেখানে আমার নাম রয়েছে । তাই,আমাকে কালিমালিপ্ত করতে এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে । আমি একজন স্বচ্ছ মানুষ । কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নই ৷"

এবারের পঞ্চায়েত ভোটে বারাসত 1 নম্বর ব্লকের কদম্বগাছি অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতির 25নম্বর আসনে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছিলেন শঙ্খ চট্টোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে সিপিএমের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ আবুল হোসেন ওরফে মধু । বিজেপির হয়ে লড়াইয়ে নামেন স্থানীয় নেতা অসীম দেব । ভোটের ফলাফলে তৃণমূল প্রার্থী তাঁর নিকটতম এই দুই প্রার্থীকে পিছনে ফেলে বহু ভোটে পরাজিত করেন । ইতিমধ্যে জয়ী হওয়ার সার্টিফিকেটও হাতে পেয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী শঙ্খ চট্টোপাধ্যায় । এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল । কিন্তু বিতর্ক বাঁধে তৃণমূলের নির্বাচিত সদস্যের ভোটার লিস্টে নাম না থাকা-কে ঘিরে ।

আরও পড়ুন: দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড জেলা তৃণমূলের শীর্ষনেতা

কমিশনের নিয়মে বলা রয়েছে যিনিই পঞ্চায়েত স্তরে প্রার্থী হবেন, তাঁকে সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে । সেই নিরিখে পঞ্চায়েত সমিতির জয়ী তৃণমূল প্রার্থী শঙ্খ চট্টোপাধ্যায়েরও নাম থাকার কথা বারাসত 1 নম্বর ব্লকের ভোটার লিস্টে । সিপিএম প্রার্থীর অভিযোগ, কদম্বগাছি পঞ্চায়েত এলাকা অথবা ব্লক স্তরের কোথাও ভোটার লিস্টে নাম নেই শাসকদলের এই নির্বাচিত সদস্যের । তিনি আদতে ভোটার বারাসত পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের 171 নম্বর বুথের । এরপরেও কী করে ওই তৃণমূল নেতার মনোনয়ন গৃহীত হল, স্ক্রুটিনির সময় কেন তা বাতিল হল না সেই প্রশ্ন তুলেছেন শেখ আবুল হোসেন ৷ সুরাহার আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ৷

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র বলেন,"শুধু এই ঘটনা কেন ! খুঁজলে এরকম হাজারো ঘটনা সামনে আসবে । ভুরকুণ্ডা এবং বেড়াচাঁপা 2 নম্বর পঞ্চায়েতে তফসিলি সংরক্ষিত আসন হওয়া সত্ত্বেও শাসকদল সেখানে জেনারেল প্রার্থী দাঁড় করিয়েছে । তা নিয়েও আমরা অভিযোগ জানিয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে । কিন্তু কোনও লাভ হয়নি । অনিয়মই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে শাসকদলের ক্ষেত্রে । আর সেই বেআইনি কাজে লাইসেন্স দিয়ে মদত জোগাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা ৷"

ABOUT THE AUTHOR

...view details