গোপালনগর, 20 সেপ্টেম্বর : মহিলাকে মারধরের অভিযোগ উঠল জা সহ স্বামী ও ভাসুরের বিরুদ্ধে । গোপালনগর থানার নহাটা এলাকার ঘটনা । ওই মহিলার জা নমিতা রায় স্থানীয় চৌবেড়িয়া-2 এলাকার BJP-র অঞ্চল প্রধান । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
13 বছর আগে নহাটার বিদ্যুৎ রায়ের সঙ্গে রুম্পা রায়ের বিয়ে হয় । ওই দম্পতির দুই ছেলে-মেয়ে রয়েছে । রুম্পার অভিযোগ, জা নমিতা রায়ের সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে । বিয়ের পর থেকে তিনি তা লক্ষ্য করেন । তাঁর অভিযোগ, প্রতিবাদ করলে তাঁকে নির্যাতন করা হত । সম্প্রতি স্বামী বিদ্যুৎ, জা নমিতা ও ভাসুর বিপ্লব তাঁকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন । রুম্পা আগে তাঁর বাবা নেপাল দেবনাথের কাছ থেকে দু'লাখ টাকা এনে দিয়েছেন বলে দাবি করেন । গত বৃহস্পতিবার রাতে ফের জা, স্বামী ও ভাসুর বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেয় । অভিযোগ, রুম্পা তাতে রাজি না হাওয়ায় তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় । আহত অবস্থায় তিনি বনগাঁ মহাকুমা হাসপাতালে ভরতি হন । শনিবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রুম্পা গোপালনগর থানায় স্বামী, জা ও ভাসুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । রুম্পার জা নমিতা রায় চৌবেড়িয়া-2 এলাকার BJP-র অঞ্চল প্রধান । রুম্পার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "দেওর ও জায়ের মধ্যে অশান্তি হয়েছে । আমি ওই গোলমালে নেই । আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে ।"