বনগাঁ, 12 জুন : হাসপাতালের লিফটম্যানকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় BJP কর্মীদের বিরুদ্ধে । আক্রান্ত যুবকের নাম রাহুল মণ্ডল । বৃহস্পতিবার দুপুরে উত্তর 24 পরগনার বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা । এই ঘটনায় বনগাঁ মহকুমা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই লিফটম্যান ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালের শিফটে কর্তব্যরত ছিলেন লিফটম্যান রাহুল । অভিযোগ, দুপুর 12টা নাগাদ উত্তর 24 পরগনা জেলার BJP-র সহ-সভাপতি দেবদাস মণ্ডলসহ বেশ কয়েকজন দলীয় কর্মীরা হাসপাতালের ভিতরে ঢোকেন । সুতনু দেবনাথ নামে BJP-র এক কর্মী হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসাধীন রয়েছেন । তাঁকেই দেখতে যাচ্ছিলেন দলীয় কর্মীরা ।
হাসপাতালের সুপারের কাছে অভিযোগ আক্রান্ত লিফট ম্যানের অভিযোগ ওঠে, লিফটে করে তিন তলায় যাওয়ার চেষ্টা করেন । সেই সময় অনেকে একসঙ্গে লিফটে ঢুকতে যান । তখন লিফটম্যান রাহুল তাঁদের বাধা দেন । BJP-র কর্মীরা তাঁর উপরে চড়াও হন । তাঁকে বেধড়ক মারধর করা হয় । ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামা কাপড় । এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজা চেয়ে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারের কাছে রাহুল একটি লিখিত অভিযোগ জমা দেন ।
যদিও BJP নেতৃত্বরা ওই অভিযোগকে অস্বীকার করেছেন । তাঁদের বক্তব্য, লিফটম্যানের সঙ্গে কারও কোনও গোলমাল হয়নি । তাঁকে কেউ মারধরও করেনি । সম্পূর্ণ সাজানো অভিযোগ । BJP নেতৃত্ব হাসপাতালের CCTV ক্যামেরার ছবি দেখারও কথা জানিয়েছেন । তবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি ।
গতকাল BSF ক্যাম্প মোড়ে BJP কর্মী সুতনু দেবনাথের মোটর পার্টসের দোকানে একদল যুবক হানা দেয় । দোকান থেকে সুতনুকে বের করে এনে লাঠি বাঁশ লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । স্থানীয় দোকানদারেরা সুতনুকে রক্তাক্ত অবস্থায় বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । এই খবর ছড়াতেই স্থানীয় BJP কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে । এমন কি এই ঘটনার প্রতিবাদে BJP কর্মীরা বনগাঁ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় । সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা । তাদের দাবি, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক ।