পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

South Dumdum Municipality পৌরকর্মীকে মারধরের অভিযোগ দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

দক্ষিণ দমদম পৌরসভার (South Dumdum Municipality) তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল ওয়ার্ডের এক ডেঙ্গি সুপারভাইজারকে ৷ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি (TMC Councillor of South Dumdum Municipality Gopa Pandey) ৷

South Dumdum Municipality case
ETV Bharat

By

Published : Aug 22, 2022, 4:16 PM IST

Updated : Aug 22, 2022, 7:00 PM IST

দমদম, 22 অগস্ট: দক্ষিণ দমদম পৌরসভার (South Dumdum Municipality) তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল ওয়ার্ডের ডেঙ্গি সুপারভাইজারকে ৷ রিয়া কর নামে আক্রান্ত ওই মহিলাকে প্রথমে দমদম পৌর হাসপাতাল ও পরে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে ৷ পৌরকর্মীদের অভিযোগ, অন্যায়ভাবে পৌরসভার ডেঙ্গিকর্মীদের বসিয়ে দেওয়ার প্রতিবাদ করেন ডেঙ্গি সুপারভাইজার রিয়া কর (dengue supervisor of South Dumdum Municipality) । আর তাতেই রেগে গিয়ে তাঁকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন গোপা পাণ্ডে নামে ওই কাউন্সিলর (allegation against TMC Councillor of South Dumdum Municipality) ৷ গুরুতর আহত অবস্থায় ওই পৌরকর্মীকে প্রথমে দমদম পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন: অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে ফের সিবিআই হানা

পৌরকর্মীকে মারধরের অভিযোগ দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

ওই কাউন্সিলরের বিরুদ্ধে অন্যায়ভাবে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন পৌরকর্মীরা ৷ যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত কাউন্সিলর । এবিষয়ে দক্ষিণ দমদম পুরসভার পৌর পারিষদ (স্বাস্থ্য) সঞ্জয় দাস জানান, তিনি বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন । আহত কর্মীকে তিনি দেখতে যাবেন ৷ তাঁর কথায়, "ডেঙ্গি বিরোধী অভিযান যখন হচ্ছে সেই সময় এই ধরনের ঘটনা খুবই খারাপ । কাউকে বসিয়ে দেওয়ার অধিকার কাউন্সিলরের নেই ৷"

Last Updated : Aug 22, 2022, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details