বারাসত, 7 মে : সন্ত্রাস বন্ধে প্রশাসনের কাছে সর্বদলীয় বৈঠকের দাবি জানালেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য । সেই সঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে প্রশাসনের হস্তক্ষেপও চেয়েছেন তিনি । ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানো,সন্ত্রাস বন্ধ করা আইনের শাসনের প্রতিষ্ঠাসহ একাধিক দাবিতে শুক্রবার বিকেলে সংযুক্ত মোর্চার এক প্রতিনিধিদল দেখা করে বারাসত জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের সঙ্গে । ঘরছাড়া কর্মীদের একটি তালিকাও তুলে দেওয়া হয় পুলিশ সুপারের কাছে । প্রতিনিধিদলে ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা পলাশ দাস, কংগ্রেস নেতা সজল দে, আইএসএফ নেতা কুতুবউদ্দিন ফতেহিসহ সংযুক্ত মোর্চার অন্যান্য নেতারা ।
ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক হিংসায় বারবার উত্তপ্ত হয়েছে উত্তর 24 পরগনা । অশান্তি থামার যেন কোনও লক্ষ্মণই নেই জেলার বিভিন্ন প্রান্তে । কোথাও শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ । আবার কোথাও বিরোধীদের বিরুদ্ধে উঠেছে হিংসায় মদত দেওয়ার অভিযোগ । লাগাতার সন্ত্রাসে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি তেমনই সন্ত্রাসের জেরে ঘরছাড়া হয়েছেন অনেকেই । সংযুক্ত মোর্চার অভিযোগ, ইতিমধ্যে তৃণমূলের সন্ত্রাসে বারাসত মহকুমায় তাদের অন্তত 300 কর্মী ও সমর্থক ঘরছাড়া হয়েছেন । ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি । আতঙ্কে তাঁরা ঘরে ফিরতে ভয় পাচ্ছেন । এই পরিস্থিতিতে অবিলম্বে সন্ত্রাস বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে এদিন পুলিশ সুপারের কাছে দরবার করেছেন সংযুক্ত মোর্চার নেতারা ।
এই বিষয়ে সংযুক্ত মোর্চার তরফে সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, "সন্ত্রাস বন্ধ করার উদ্যোগ প্রশাসনকেই নিতে হবে । এর দায় প্রশাসনের । আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে রাজি । সন্ত্রাস বন্ধে প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ডাকুক জেলা প্রশাসন । অবিলম্বে সন্ত্রাস বন্ধ হওয়া দরকার । সংযুক্ত মোর্চার নেতাদের কথা পুলিশ সুপার গুরুত্ব দিয়ে শুনেছেন । ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন । আমরা সেদিকেই তাকিয়ে রয়েছি ।"