পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল ছেড়ে কাউগাছি পঞ্চায়েতের 23 সদস্য BJP-তে - north 24 parganas

এর আগে পৌরসদস্যদের দলবদলের জন্য ভাটপাড়া, হালিশহর, কাঁচড়াপাড়া ও নৈহাটি পৌরসভা কার্যত হাতছাড়া হয়েছে তৃণমূলের । এবার কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যত হাতছাড়া হল তৃণমূলের ।

কাউগাছি পঞ্চায়েত

By

Published : Jun 1, 2019, 8:49 PM IST

Updated : Jun 1, 2019, 8:58 PM IST

ব্যারাকপুর, 1 জুন : আগে অর্জুন সিংয়ের সঙ্গে কাউগাছি গ্রাম পঞ্চায়েতের 1 জন সদস্য BJP-তে যোগ দিয়েছিলেন । আর আজ সেই পঞ্চায়েতের 23 জন সদস্য যোগ দিলেন BJP-তে । এই যোগদানের ফলে কার্যত পঞ্চায়েতটি হাতছাড়া হল তৃণমূলের । এর আগে পৌরসদস্যদের দলবদলের জন্য ভাটপাড়া, হালিশহর, কাঁচড়াপাড়া ও নৈহাটি পৌরসভা কার্যত হাতছাড়া হয়েছে তৃণমূলের । গতরাতে দিল্লি থেকে জগদ্দলে নিজের বাড়ি ফেরেন ব্যারাকপুরে নবনির্বাচিত সংসদ অর্জুন সিং । ব্যারাকপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 23 জন সদস্য আজ তাঁর হাত ধরে BJP-তে যোগ দেন ।

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

অর্জুন সিং বলেন, "পঞ্চায়েতের পুরোটাই আগে তৃণমূল ছিল । পুরো পঞ্চায়েত আমার হাতে করা । আবার পুরোটাই আমার হাত ধরে BJP-তে যোগ দিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীদিনে উন্নয়নের যে পরিকল্পনা করেছেন, তাঁর সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব । আমরা আজ সবাই মিলে এই শপথ নিয়েছি ।"

কাউগাছি পঞ্চায়েতের সদস্য চৈতালি কর্মকার বলেন, "আমরা এখন BJP-র হয়ে কাজ করব । আমরা ব্যারাকপুরের নেতা বলতে অর্জুন সিংকে জানি । অন্য কাউকে জানি না । আমাদের গোটা বোর্ড BJP-তে আজ যোগ দিল ।"

Last Updated : Jun 1, 2019, 8:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details