পলতা, 9 এপ্রিল : বায়ুসেনা কর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর 24 পরগনার পলতায় (Palta Murder) ৷ দু'হাতের শিরা কাটা, গলার নলিও এমনভাবে কাটা যে রক্তাক্ত দেহটির ধড় ও মাথা ফাঁক হয়ে পড়ে আছে বিছানায় । বিছানা, ঘরের মেঝে রক্তে ভেসে গিয়েছে। শুক্রবার রাতে নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছে পলতা স্টেশনের কাছে জওহর কলোনিতে। নিহতের নাম অঞ্জনা দেবী (35)। কথায় কিছু অসঙ্গতি মেলায় তাঁর স্বামী অমর লালকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নোয়াপাড়া থানায় নিয়ে যায় । পরে তাকে গ্রেফতার করা হয় ৷ অমর লাল বায়ুসেনার কর্মী । ব্যারাকপুর সেনা ছাউনিতেই কর্মরত ।
অমর লাল শুক্রবার বিকেলে দুই মেয়েকে নিয়ে পলতা এয়ারফোর্স স্টেশনের-1 নম্বর গেটের কাছে একটি উদ্যানে বেড়াতে যান । সেই সময় ঘরে তাঁর স্ত্রী একাই ছিলেন । রাত আটটা নাগাদ তিনি মেয়েদের নিয়ে বাড়ি ফিরে আসেন । এর কিছুক্ষণ পরেই প্রতিবেশীরা তাঁর চিৎকার ও বাচ্চাদের কান্নাকাটি শুনে ওই বাড়িতে গিয়ে দেখেন ঘরে বিছানার উপর পড়ে আছে অঞ্জনার দেহ । স্থানীয়রা পুলিশে খবর দেন । যে বাড়িতে তাঁরা ভাড়ায় রয়েছেন সেই বাড়ির মালিকও প্রাক্তন বায়ুসেনা কর্মী । তিনি বলেন, "কী করে এরকম ঘটনা ঘটল আমরা কিছুই বুঝতে পারছি না । যে এমন নৃশংসভাবে খুন করল সে যদি অপরিচিতই হত তবে নিশ্চয়ই এই মহিলা চেঁচামেচি করতেন । আমরা এত কাছে থেকেও কেউ কিছু বুঝতে পারলাম না এটাই অবাক লাগছে ।"