মিনাখাঁ , 27 এপ্রিল : বিদ্যাধরী নদীর জোয়ারের জল ঢুকে প্লাবিত হল চাষের জমি ৷ এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন মিনাখাঁ ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের চাষিরা ।
কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন চলছে । কাজ হারিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন । গ্রামীণ এলাকায় অনেকেই চাষাবাদের উপরে নির্ভরশীল । আর এই পরিস্থিতিতেই বিদ্যাধরী নদীর জোয়ারের জল ঢুকে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকার কৃষিজমি । ফলে চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে । বিদ্যাধরী নদীর জোয়ারের জল ঢুকে পড়েছে নেরুলি, সর্দারপাড়া , গাজিপাড়া , গোলাঘাটা , ভেটকিমারি সহ আরও কয়েকটি গ্রামে । তাতে 200 বিঘারও বেশি জমির চাষের ক্ষতি হয়েছে । কয়েকটি মাটির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ।