বনগাঁ, 3 জানুয়ারি : শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বনগাঁ মহাকুমা আদালতের সামনে মৌন প্রতিবাদ করলেন স্থানীয় মহিলারা । শনিবার তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে গোটা আদালত চত্বর পরিক্রমা করেন ।
24 ডিসেম্বর বনগাঁ থানা এলাকায় তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রাহুল শর্মা নামে এক পড়শির বিরুদ্ধে । ঘটনার পর 25 ডিসেম্বর নির্যাতিতার পরিবারের লোকেরা রাহুলের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে সেই রাতেই রাহুলকে পুলিশ গ্রেপ্তার করেছে । 26 ডিসেম্বর তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।