বারাসত, 4 জুলাই : পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার বারাসতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বাম নেতা-কর্মীরা । এদিন সকালে চাঁপাডালি মোড়ে রাস্তার পাশে মানববন্ধন করে এই কর্মসূচি পালন করা হয় । গলায় প্লাকার্ড জড়িয়ে চলে স্লোগানও । বেশ কিছুক্ষণ ধরে চলে বামেদের এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচি । পরে,বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হলেও এবিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার কোনও পদক্ষেপ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাম নেতৃত্ব ।
করোনা আবহে পেট্রল,ডিজ়েল ও রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা । এর প্রভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ক্রমশ চড়তে শুরু করেছে । যার জেরে সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে । বিশেষ করে জ্বালানির দামবৃদ্ধির ছেঁকায় হাত পোড়ার জোগাড় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের । কারণ করোনা অতিমারিতে অনেকের হাতেই নগদ অর্থ সেভাবে নেই বললেই চলে । কাজ হারিয়ে কার্যত এখন দিশেহারা অবস্থা তাঁদের ।
জ্বালানির লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে বারাসতে বামেদের বিক্ষোভ এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি যেন গোদের উপর বিষফোঁড়ার অবস্থা হয়ে দাঁড়িয়েছে খেটে খাওয়া মানুষের কাছে । এই নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা চললেও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত তা বলার অপেক্ষা রাখে না । এসবের মধ্যেই এদিন পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পথে নামলেন বামেরা । বারাসতের চাঁপাডালি মোড়ে যশোহর রোডের একপাশে মানববন্ধন করে অবস্থান বিক্ষোভ দেখালেন তাঁরা । গলায় প্লাকার্ড জড়িয়ে চলে স্লোগানও ।
আরও পড়ুন : Price Hike : জ্বালানির দামের ছ্যাঁকায় রুজি বাঁচানোই দায় অ্য়াপ ক্যাব চালক ও ডেলিভারি বয়দের
এই বিষয়ে জেলার বাম নেতা দেবব্রত বসু বলেন, "আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে জ্বালানির দাম লাগাতার বেড়ে চলেছে । এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই দায়ী । কেন্দ্রীয় সরকার একবার বল ঠেলছে রাজ্য সরকারের ঘাড়ে । আবার রাজ্য সরকার এর জন্য দায়ী করছে কেন্দ্রীয় সরকারকে । তার মাঝে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই সাধারণ মানুষকেই । মানুষ মরল কি বাঁচল, তা নিয়ে কোনও হেলদোল নেই দুই সরকারের । তারা শুরু নিজেদের স্বার্থের কথায় ভাবছে । "
গত দু-মাস ধরে দাম বাড়তে বাড়তে কলকাতায় পেট্রলের দাম 99 টাকা 45 পয়সায় এসে ঠেকেছে । ডিজ়েলের দাম পৌঁছেছে 92 টাকা 27 পয়সা । রান্নার গ্যাসের দামও বেড়েছে অনেক গুণ । কলকাতায় যখন পেট্রলের দাম সেঞ্চুরির দোরগোড়ায়, তখন বেশ কিছু জেলায় সেঞ্চুরি করে ফেলেছে পেট্রোলের দাম ।