পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়োগের দাবিতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ TET উত্তীর্ণদের

2015 সালের প্রাথমিক TET উত্তীর্ণ প্রায় 1200 প্রার্থীর চাকরি জোটেনি এখনও । সকলেই D.El.Ed প্রশিক্ষণপ্রাপ্ত । নিয়োগের দাবিতে আগেও তাঁরা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ । প্রশাসনের উদাসীনতার কারণেই আজ দুপুরে তাঁরা জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ।

barasat news

By

Published : Sep 28, 2020, 10:56 PM IST

বারাসত, 28 সেপ্টেম্বর : প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে জেলাশাসকের দপ্তরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন TET উত্তীর্ণরা । পশ্চিমবঙ্গ প্রাথমিক TET (2015) উত্তীর্ণ D.El.Ed প্রশিক্ষিত ঐক্য মঞ্চের ব্যানারে চলে এই বিক্ষোভ । চলে নিয়োগের দাবিতে স্লোগানও । তুমুল বিক্ষোভ ও স্লোগানে কার্যত মুখরিত হয়ে উঠে জেলাশাসকের দপ্তর চত্বর । খবর পেয়ে পুলিশ এসে আন্দোলন কারীদের হটিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, 2015 সালের প্রাথমিক TET উত্তীর্ণ প্রায় 1200 প্রার্থীর চাকরি জোটেনি এখনও । এঁরা সকলেই D.El.Ed প্রশিক্ষণপ্রাপ্ত । নিয়োগের দাবিতে আগেও তাঁরা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ । প্রশাসনের উদাসীনতার কারনেই এদিন দুপুরে 2015 সালের TET উত্তীর্ণরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন জেলাশাসকের দপ্তরের সামনে । এর জেরে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে বেশ কিছুক্ষণ । প্রায় আধঘন্টা পর IC দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে ঘটনাস্থানে আসে বারাসত থানার পুলিশ । তাঁরা আন্দোলনকারীদের বুঝিয়ে আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেন । কিন্তু তাতে কাজ না হওয়ায় জোর করে তাঁদের তুলে দেওয়া হয় জেলাশাসকের দপ্তরের প্রবেশদ্বার থেকে । পরে, পুলিশই আন্দোলনকারীদের এক প্রতিনিধি দলকে নিয়ে যায় জেলাশাসকের দপ্তরে । সেখানে নিয়োগসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি পেশ করেন তাঁরা ।

এই বিষয়ে মিতালি পাল নামে এক আন্দোলনকারী বলেন,"2015 সালে যখন আমরা প্রাথমিক TET পরীক্ষায় উত্তীর্ণ হই, তখন আমাদের কোনও প্রশিক্ষণ ছিল না । কিন্তু এখন আমরা প্রশিক্ষণপ্রাপ্ত । শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন 2015 সালের প্রশিক্ষণপ্রাপ্ত TET উত্তীর্ণদের দ্রুত প্রাথমিকে নিয়োগপত্র দেওয়া হবে । তাই আমরা চায়, শিক্ষামন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করুন । আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি । মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আমাদের দিকে একটু তাকান । নিয়োগের ব্যবস্থা করলে উপকার হয় ।"

তাঁর কথায়, "শিক্ষামন্ত্রী একটি টিভি চ্যানেলে প্রতিশ্রুতি দেওয়ার পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2017 সালের নভেম্বর মাসে একটি নোটিফিকেশন জারি করে । তার ভিত্তিতে 2014 ও RCI 2015-2017 সালের TET উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া হয় । কিন্তু 2015-17, 2016-18, 2017-19 সালে আমরা যারা প্রাথমিক TET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাঁদের এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি । এদের মধ্যে অনেকেরই বয়স পার হয়ে গিয়েছে । ফলে, তাঁরা নতুনভাবে আর TET-এ বসতে পারবে না । তাঁরাও এখন চাকরির জন্য তাকিয়ে আছে সরকারের দিকে ।"

এই নিয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details