বারাসত, 28 সেপ্টেম্বর : প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে জেলাশাসকের দপ্তরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন TET উত্তীর্ণরা । পশ্চিমবঙ্গ প্রাথমিক TET (2015) উত্তীর্ণ D.El.Ed প্রশিক্ষিত ঐক্য মঞ্চের ব্যানারে চলে এই বিক্ষোভ । চলে নিয়োগের দাবিতে স্লোগানও । তুমুল বিক্ষোভ ও স্লোগানে কার্যত মুখরিত হয়ে উঠে জেলাশাসকের দপ্তর চত্বর । খবর পেয়ে পুলিশ এসে আন্দোলন কারীদের হটিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, 2015 সালের প্রাথমিক TET উত্তীর্ণ প্রায় 1200 প্রার্থীর চাকরি জোটেনি এখনও । এঁরা সকলেই D.El.Ed প্রশিক্ষণপ্রাপ্ত । নিয়োগের দাবিতে আগেও তাঁরা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ । প্রশাসনের উদাসীনতার কারনেই এদিন দুপুরে 2015 সালের TET উত্তীর্ণরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন জেলাশাসকের দপ্তরের সামনে । এর জেরে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে বেশ কিছুক্ষণ । প্রায় আধঘন্টা পর IC দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে ঘটনাস্থানে আসে বারাসত থানার পুলিশ । তাঁরা আন্দোলনকারীদের বুঝিয়ে আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেন । কিন্তু তাতে কাজ না হওয়ায় জোর করে তাঁদের তুলে দেওয়া হয় জেলাশাসকের দপ্তরের প্রবেশদ্বার থেকে । পরে, পুলিশই আন্দোলনকারীদের এক প্রতিনিধি দলকে নিয়ে যায় জেলাশাসকের দপ্তরে । সেখানে নিয়োগসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি পেশ করেন তাঁরা ।