দেগঙ্গা, 2 ফেব্রুয়ারি : কাজের স্বীকৃতি, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দু’দিনের কর্মবিরতিতে সামিল হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের চুক্তি ভিত্তিক ও ঠিকাকর্মীদের ঐক্য মঞ্চের সদস্যরা । সেই মতো মঙ্গলবার দেগঙ্গা ব্লকের বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীরা কর্মবিরতি পালন করেন । সেই সঙ্গে বেঁড়াচাপা সাব স্টেশনের সামনে বিক্ষোভও দেখানো হয় ।
রাজ্যে 44 হাজারেরও বেশি চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী কাজ করেন বিদ্যুৎ দপ্তরে। এঁরা মূলত ঠিকাদারদের অধীনে কাজ করে থাকেন । সমকাজে সমবেতন, 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে গত 22 জানুয়ারি বিদ্যুৎ ভবনে বিক্ষোভে সামিল হয়েছিলেন ঠিকা কর্মীরা । অভিযোগ, সেদিন শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে । সেই ঘটনার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে 2-3 ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চ । আজ দেগঙ্গা ব্লকেও চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন দেগঙ্গা-বেঁড়াচাপা সাব স্টেশনের সামনে ।