মধ্যমগ্রাম, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে অসম, মেঘালয়, ত্রিপুরায় । শুক্রবার দুপুর থেকে বিক্ষোভ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে । মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, বীরভূম সহ একাধিক জায়গায় বাস, ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা । আজ মধ্যমগ্রামে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় জনতা । পাশাপাশি আমডাঙায় পিকনিক করে রাস্তা অবরোধ করে তারা ।
মধ্যমগ্রামে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, জাতীয় সড়কে পিকনিক - Protesters blocked the national highway
সকাল থেকেই বারাসতের যশোর রোডে হুমাইপুর, আবদালপুরের বাসিন্দারা নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে বিক্ষোভ দেখায় । আমডাঙার কামদেবপুরে জাতীয় সড়কে পিকনিক করে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা ।
আজ সকাল থেকেই বারাসতের যশোর রোডে হুমাইপুর, আবদালপুরের বাসিন্দারা নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে বিক্ষোভ দেখায় । প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ওঠে স্লোগানও । পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দিলে ফের অন্য একটি জায়গায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশ এসে পরে সেখান থেকেও তাদের সরিয়ে দেয় । এরপর দুপুরের দিকে মধ্যমগ্রামের রোহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের বাসিন্দারা মিছিল করে এসে যশোর রোড অবরোধ করে । পুলিশের সামনেই রাস্তায় টায়ার জ্বালিয়ে এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলে । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে । প্রায় দু'ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় যশোর রোড । আমডাঙার কামদেবপুরে জাতীয় সড়কে পিকনিক করে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা ।
এবিষয়ে শেখ নাজিমুদ্দিন নামে এক বিক্ষোভকারীর দাবি, "আমরা ভারতবাসী । স্বাধীনতার সময় থেকে আমার পরিবার এখানে রয়েছে । আজ আমরা ধর্ম নির্বিশেষে একজন বাঙালি হিসেবে প্রতিবাদ আন্দোলন করছি । আমরা ভারতবাসী । আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা চলছে । এই আইন প্রত্যাহার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব । প্রাণ দিতে হলে তাও দেব ।"