পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেগঙ্গা BDO অফিস ভাঙচুরের ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ - Deganga BDO office vandalism

দেগঙ্গা BDO অফিস ভাঙচুর কান্ডে গতকাল দুপুরে ধৃত 15 জনকে তোলা হয় বারাসত আদালতে । এদিন তাঁদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার লোকজন ৷

Agitatation in Barasat court
দেগঙ্গা BDO অফিস ভাঙচুর কান্ডে ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ

By

Published : Jun 27, 2020, 3:54 AM IST

দেগঙ্গাBDOঅফিস ভাঙচুরের ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতেবিক্ষোভ

বারাসত, 27জুন : দেগঙ্গাBDOঅফিস ভাঙচুর কান্ডে ধৃতদের মুক্তিরদাবিতে বারাসত আদালতে বিক্ষোভ দেখালেন এলাকার লোকজন । গতকাল সন্ধ্যায় আদালত থেকেধৃত15জনকেযখন প্রিজ়ন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ধৃতদের মুক্তির দাবিতে ওঠে স্লোগানও । তবে,আগে থেকেই সেখানে বারাসত থানার পুলিশমোতায়েন থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি । এরপরই কড়া নিরাপত্তায় আদালত থেকে বেরকরে নিয়ে যাওয়া হয় ধৃতদের।

এরআগে দুপুরে ধৃত15জনকেপ্রিজ়ন ভ্যানে করেই বারাসত আদালতে নিয়ে আসে পুলিশ । এরপর,কড়া নিরাপত্তায় কোর্ট লকআপে নিয়েযাওয়া হয় তাদের । প্রিজ়ন ভ্যান থেকে নামার সময় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে পুলিশও প্রশাসনের বিরুদ্ধে স্লোগানে মুখর ধৃত মেধাবী পড়ুয়ারা । বিকেলের দিকে ধৃতদেরআদালতে তোলা হয় । বিচারক ধৃত পড়ুয়া উদ্ভাস দাস ও জুবি সাহাকে দু'দিনের পুলিশ হেপাজত ও বাকিদের এগারোদিনের জেল হেপাজতের আদেশ দেন ।

আমফানেরক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে গত সোমবার গ্রামবাসীদের বিক্ষোভ আন্দোলনকে ঘিরেউত্তাল হয়ে উঠে দেগঙ্গাBDOঅফিসচত্বর । দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ,পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, BDOঅফিস ভাঙচুর কিছুই বাদ যায়নি । সেইঘটনায়20জনেরবিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেনBDOআধিকারিক সুব্রত মল্লিক । ঘটনার দিনরাতেই পুলিশ মোট15জনকেগ্রেপ্তার করে । ধৃতদের মধ্যে পাঁচ জন বিভিন্ন কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের মেধাবীপড়ুয়া । একজন আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ।

ABOUT THE AUTHOR

...view details