পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির পোস্টার - বারাসতের খবর

পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামানকে সম্প্রতি দলের বারাসত এক নম্বর ব্লকের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । এই নিয়েও ক্ষোভ রয়েছে তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনের । সেই সঙ্গে যুক্ত হয়েছে আমফান দুর্নীতির অভিযোগ ।পোস্টারে মূলত সেই সমস্ত অভিযোগের কথাই তুলে ধরা হয়েছে ।

বারাসতের খবর
বারাসতের খবর

By

Published : Sep 27, 2020, 11:20 PM IST

বারাসত, 27 সেপ্টেম্বর : আমফান দুর্নীতিসহ একাধিক অভিযোগে এবার পোস্টার পড়ল বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা আসাদুজ্জামানের বিরুদ্ধে । বামনগাছির ছোটজাগুলিয়ায় পঞ্চায়েত সমিতির অফিসের প্রবেশদ্বার থেকে শুরু করে দেওয়ালে ছেয়ে গিয়েছে তাঁর নামে বিভিন্ন পোস্টার । ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে মনে করা হচ্ছে । যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে এর নেপথ্যে BJP-র হাত রয়েছে বলে অভিযোগ করেছে শাসকদল । ফলে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

এর আগেও বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা আসাদুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হয়েছিলেন দলেরই একাংশ । খোদ কদম্বগাছি পঞ্চায়েতের তৃণমূলের দলনেতা ও পঞ্চায়েত সদস্য সুদর্শন দেব তাঁর বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে হস্তক্ষেপ ও আমফান ক্ষতিপূরণ নিয়ে ভুয়ো তালিকা তৈরি করে আত্মীয়দের সরকারি টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন । যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান গৌতম পাল ।ফলে এই নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল আগেই । এবারও পোস্টারের ঘটনায় উসকে দিল তৃণমূলের সেই অভ্যন্তরীণ কোন্দল ।

পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামানকে সম্প্রতি দলের বারাসত এক নম্বর ব্লকের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । এই নিয়েও ক্ষোভ রয়েছে তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনের । সেই সঙ্গে যুক্ত হয়েছে আমফান দুর্নীতির অভিযোগ । পোস্টারে মূলত সেই সমস্ত অভিযোগের কথাই তুলে ধরা হয়েছে । আজ সকালে দুর্নীতির পোস্টার সামনে আসতেই শোরগোল পড়ে তৃনমূলের অন্দরে । চাঞ্চল্যও ছড়ায় পঞ্চায়েত সমিতির অফিস সংলগ্ন এলাকায় ।

ঘটনার পরই এই নিয়ে ফের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা ও কদম্বগাছি পঞ্চায়েতের সদস্য সুদর্শন দেব । তিনি বলেন, "ওঁর বিরুদ্ধে আমফানের টাকা আত্মীয়দের পাইয়ে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে । এছাড়াও রয়েছে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ । এলাকার লোকজন ওনার ব্যবহারে রুষ্ট হয়েই সম্ভবত এই পোস্টার সাঁটিয়েছেন।"

যদিও তাঁর সঙ্গে সহমত নন জেলা পরিষদের সদস্য ও তৃনমূল নেতা রঞ্জিত বিশ্বাস । পঞ্চায়েত সমিতির সভাপতির পাশে দাঁড়িয়ে তিনি বলেন, "আমফানের ক্ষতিপূরণ নিয়ে আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমাদের কানে আসেনি । মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে । BJP চক্রান্ত করে রাতের অন্ধকারে এই ধরনের পোস্টার সাঁটিয়েছেন । এটা নোংরা মানসিকতার পরিচয় । মানুষই ওঁদের উচিত শিক্ষা দেবে।"

অন্যদিকে, তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে স্থানীয় BJP নেতা অর্ণব কুণ্ডু বলেন, "নিজেদের গোষ্ঠী কোন্দল ঢাকতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে । সকলেই জানে ওখানে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ রয়েছে । সেই বিবাদ থেকেই তৃণমূলের একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে পোস্টার সাঁটিয়েছে ।"

অপরদিকে, যাঁর নামে এই দুর্নীতির পোস্টার পড়েছে সেই তৃণমূল নেতা আসাদুজ্জামানের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

ABOUT THE AUTHOR

...view details