বনগাঁ, 3 সেপ্টেম্বর : হাইকোর্টের নির্দেশে বনগাঁ পৌরসভায় ফের অনাস্থা ভোট হবে । আগামী বৃহস্পতিবার হবে ভোট ৷ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী অনাস্থা ভোট পরিচালনা করবেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী ৷ এ জন্য পুলিশ সুপার সি সুধাকরকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতেও নির্দেশ দেন তিনি ৷ সূত্রের খবর, ইতিমধ্যে ভোটের চিঠি জেলাশাসকের দপ্তর থেকে কাউন্সিলরদের কাছে পৌঁছে গেছে ।
বৃহস্পতিবার ফের বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট - no confidence motion vote in the Bongaon Municipality
26 অগস্ট বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, জেলাশাসকের অফিসে অনাস্থা ভোট করতে হবে । এরজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ সুপার ৷ হাইকোর্টের নির্দেশে আগামী 5 সেপ্টেম্বর বেলা 11টা নাগাদ অনাস্থা ভোট হবে ৷ এই মর্মে জেলাশাসকের দপ্তর থেকে বনগাঁ পৌরসভার কাউন্সিলরদের চিঠি পাঠানো হয়েছে ।
কিছুদিন ধরে উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভায় অনাস্থা ভোট নিয়ে টানাপোড়েন চলছে । পৌরসভায় মোট আসন 22টি । তৃণমূলের দখলে ছিল 19টি আসন । নির্দল কাউন্সিলর ছিলেন একজন । CPI(M) ও কংগ্রেসের দখলে একটি করে আসন ছিল । নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে 20টি হয় । জুনে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর বনগাঁ মহকুমাশাসকের কাছে পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে ৷ পরপরই তৃণমূলের 12 জন কাউন্সিলর দিল্লি গিয়ে BJP-তে যোগ দেন । হাইকোর্টের নির্দেশে 16 জুলাই বনগাঁ পৌরসভায় অনাস্থা ভোট হয় । সেই ভোটকে কেন্দ্র করে গন্ডগোল চরমে ওঠে ৷ BJP ও তৃণমূল - দু'পক্ষই আস্থাভোটে জয়ী হয়েছে বলে দাবি করে । বিষয়টি নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে । আদালত দু'তরফের দাবি খারিজ করে দেয় । তারপর 26 অগাস্ট বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, জেলাশাসকের অফিসে নতুন করে অনাস্থা ভোট করতে হবে । এজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ সুপার ৷ হাইকোর্টের নির্দেশে 5 সেপ্টেম্বর বেলা 11টা নাগাদ অনাস্থা ভোট হবে ৷
সংখ্যার বিচারে আপাতত স্বস্তিতে রয়েছে তৃণমূল । BJP অবশ্য ভরসা করছে "ভগবান"-এর উপর । 12 জন দলত্যাগ করে BJP-তে গেলেও তাঁদের মধ্যে পাঁচজন কাউন্সিলর পরে দু'টি ধাপে ফের তৃণমূলেই ফিরে এসেছেন । তাই তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা এখন 13 । তৃণমূল কাউন্সিলর দীপালি বিশ্বাসের দাবি, পৌরবোর্ড তাঁরাই দখল করবেন । অন্যদিকে, তৃণমূল থেকে BJP-তে যোগ দেওয়া কাউন্সিলর সোমাঞ্জনা মুখোপাধ্যায় মুনশি বলেন, "16 জুলাই অনাস্থা ভোটে আমরাই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছিলেন । কিন্তু তারপর যা যা ঘটেছে, তা বনগাঁর মানুষ সব জানেন । 5 সেপ্টেম্বর কী হবে, তা ভগবানই জানেন ।"