পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মৃতদেহ পৌঁছাতেই উত্তপ্ত ভাটপাড়া, পুলিশকে লক্ষ্য করে ইট - murder

ভাটপাড়ায় সংঘর্ষে মৃত BJP কর্মী রামবাবু সাউয়ের মৃতদেহ পৌঁছাতেই নতুন করে উত্তেজনা ছড়ায় । স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশকে ঢুকতে বাধা দেয় ।

পুলিশকে লক্ষ্য করে ইট

By

Published : Jun 21, 2019, 5:21 PM IST

Updated : Jun 21, 2019, 9:18 PM IST

ভাটপাড়া, 21 জুন : ফের উত্তপ্ত ভাটপাড়া । ভাটপাড়ায় সংঘর্ষে মৃত রামবাবু সাউ ও ধরমবীর সাউয়ের মৃতদেহ পৌঁছাতেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায় । পুলিশকে এলাকায় ঢুকতে বাধা দেন স্থানীয়রা । জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ ।

এই সংক্রান্ত খবর : থমথমে ভাটপাড়াজুড়ে পুলিশি বুটের শব্দ, বিক্ষোভ BJP-র

ভাটপাড়ায় দুই BJP-কর্মীর মৃতদেহ এসে পোঁছালেই আজ নতুন করে উত্তেজনা ছড়ায় । দুটি মৃতদেহ নিয়ে BJP নেতৃত্ব শোক মিছিল শুরু করে । কিন্তু পুলিশ ওই মিছিল নিয়ন্ত্রণ করতে গেলে তাদের বাধা দেন স্থানীয়রা । উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে । সংবাদমাধ্যমের বেশকিছু গাড়িও ভাঙচুর করে জনতা । তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ফাটায় পুলিশ । লাঠিচার্জও করে পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসরে নামেন সাংসদ অর্জুন সিং ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ভাটপাড়ায় হিংসার জন্য পুলিশকে দায়ি করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । তাঁর অভিযোগ, হিংসার পিছনে পুলিশের হাত রয়েছে । তিনি বলেন, "যত গুন্ডামি, যত অপরাধ পুলিশই করাচ্ছে । পুলিশই 25 রাউন্ড গুলি চালিয়েছে এলাকায় ।"

এই সংক্রান্ত খবর : ভাটপাড়ায় দুষ্কৃতীদের বোমাবাজি, গুলি; মৃত 3

অর্জুন সিং BJP কর্মী-সমর্থকদের শান্ত হওয়ার কথা বলেন । তারপরই উত্তেজিত জনতা শান্ত হয় । পরে রামবাবু ও ধরমবীর সাউয়ের দেহ নিয়ে কাছারি রোড হয়ে শোক মিছিল শ্মশানের দিকে যায় । ভাটপাড়া মুক্তাপুর শ্মশানঘাটে ওই দুই ব্যক্তির সৎকার করা হয় ।

Last Updated : Jun 21, 2019, 9:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details